অধিনায়কত্ব নিয়ে আর ভাবছেন না স্মিথ
শেষবার যখন অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ, সেই ম্যাচটার কথা হয়তো ভুলে যেতে চাইবেন তিনি। বল টেম্পারিং কেলেঙ্কারিতে অধিনায়কত্ব হারিয়েছিলেন তিনি, পেয়েছিলেন এক বছরের নিষেধাজ্ঞাও। টেস্টে ফিরেই ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন স্টিভ। তবে ব্যাট হাতে আলো ছড়ালেও এজবাস্টনের চতুর্থ দিনশেষে স্মিথ বলছেন, আবার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছেন না তিনি।
বেশিরভাগ সময় স্লিপে ফিল্ডিং করা স্মিথকে প্রায় সময়ই দেখা যায় অধিনায়ক টিম পেইনের সাথে পরামর্শ করতে। তবে টেস্টে অধিনায়কত্ব ফিরে পাওয়ার ব্যাপারে আপাতত ভাবছেন না স্মিথ, ‘এই মুহূর্তে আমি টেস্টের অধিনায়কত্ব নিয়ে একদমই ভাবছি না। এখন শুধু ক্রিজে নেমে ব্যাটসম্যান হিসেবে নিজের দায়িত্ব পালনের কথাটাই চিন্তা করি।’
নিজের অভিজ্ঞতা থেকে সবসময়ই পেইনকে সাহায্য করতে প্রস্তুত স্মিথ, ‘আমি নেতৃত্ব দেওয়ার ব্যাপারে অভিজ্ঞ। তাই দলের অধিনায়ককে যেভাবেই হোক সাহায্য করতে প্রস্তুত। পেইনও এটা জানে। ম্যাচ চলার সময় কোনো ব্যাপার আমার চোখে পড়লে সবসময় তাঁকে বলি। দলের ভালোর জন্যই এটা করি আমি।’
অস্ট্রেলিয়ার সহকারী কোচ রিকি পন্টিংও মানছেন, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্মিথের সাহায্য নেওয়া উচিত পেইনের, ‘স্মিথ অধিনায়ক নয়, সে টস করতেও নামে না, দলও নির্বাচন করে না। কিন্তু স্মিথের মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে পরামর্শ না নিলে বোকামি করবে পেইন। সবাই জানে আগামী বছর পর্যন্ত স্মিথ অধিনায়কত্বে ফিরতে পারবে না। দলের একজন সদস্য হিসেবে সে অধিনায়ককে সাহায্য করবেই। এটা নিয়ে দলের সবাই খুশিও বটে।’