সাময়িক বহিষ্কার হলেন হাথুরু
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কোচের পদে থাকছেন না চন্ডিকা হাথুরুসিংহে, এই আভাস পাওয়া গিয়েছিল আগেই। শেষ পর্যন্ত কিউইদের বিপক্ষে সিরিজে লংকান দলের জন্য অন্তর্বর্তীকালীন কোচের নাম ঘোষণা করেছে বোর্ড। হাথুরুকে সাসপেন্ড করেছে বোর্ড, দায়িত্ব পেয়েছেন সাবেক ফাস্ট বোলার রুমেস রত্নায়েকে।
শ্রীলংকান বোর্ড প্রেসিডেন্ট শামি সিলভা সাংবাদিকদের জানিয়েছেন, হাথুরুসিংহে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের সাথে থাকবেন না, ‘আমরা গত দেড় বছর ধরে কোচের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছি। এটার ওপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাথুরুকে যে কমিটি নির্বাচন করেছিল, আমিও সেখানে ছিলাম। আমরা কিছু ভুল করেছি। যদি লংকান ক্রিকেটকে ঠিক পথে নিতে হয়, তাহলে এসব ভুল শোধরাতে হবে। হাথুরুকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সাসপেন্ড করা হয়েছে। তাঁকে একটি চিঠি দেওয়া হয়েছে ও দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এর মাঝে তাঁকে নিজের সিদ্ধান্ত জানাতে হবে। তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এর বেশি কিছু বলতে চাই না।’
হাথুরুর সাথে ২০২০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাকি আছে শ্রীলংকার। নির্ধারিত সময়ে আগে বরখাস্ত করলে বড় অঙ্কের টাকা দিয়েই বিদায় করতে হবে হাথুরুকে। সিলভা বলছেন, কোচকে ধরে রাখতে গিয়ে দলের ক্ষতি করতে চণা না তিনি, ‘কোচকে বাঁচাতে গিয়ে ক্রিকেটের ক্ষতি করতে চাই না। সবসময় আমরা বিশ্বের সেরা কোচকে আনতে চাই। যদি তাঁরা খারাপ করে তাহলে সেভাবে ব্যবস্থা নিতে হবে। আপনি কি মাঠে হারতে চান ও টাকা বাঁচাতে চান? নাকি কিছু টাকা হারিয়ে ম্যাচ জিততে চান? এই দুইয়ের মাঝে একটাকে বেছে নিতে হবে। আমাদের প্রধান লক্ষ্য ক্রিকেট, এটাকে বুঝতে হবে।’
এদিকে ইসপিএনকে হাথুরু জানিয়েছেন, তিনি নিজেও জানেন না তার ভাগ্যে কী আছে, ‘যতদূর আমি জানি, এখনো লংকান বোর্ডের সাথে আমার চুক্তি আছে। আমাকে যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে বরখাস্ত করার ব্যাপারে কিছু বলা হয়নি।’