• অ্যাশেজ ২০১৯
  • " />

     

    ইনজুরির কারণে অধিনায়কত্ব ছাড়বেন মরগান?

    ইনজুরির কারণে অধিনায়কত্ব ছাড়বেন মরগান?    

    অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো ইংল্যান্ডকে এনে দিয়েছেন বিশ্বকাপ শিরোপা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিশ্চয়ই ইংল্যান্ডকে ট্রফি জেতাতে বদ্ধ পরিকর অইন মরগান। তবে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই হয়তো দলের দায়িত্ব ছাড়তে পারেন মরগান। বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মরগান জানিয়েছেন, পিঠের ইনজুরির কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াতে পারেন তিনি। 

    অধিনায়ক হিসেবে অন্যদের চেয়ে একটু বেশি ফিট থাকতে চান মরগান, ‘যখন আপনি নেতৃত্ব দেবেন, তখন অন্যদের চেয়ে বেশি ফিট থাকতে হবে। ফর্মে থাকাটা পরের ব্যাপার। ফিট থাকলে সেটা একটা সময়ে আসবেই। অধিনায়ক থাকলে অন্য ক্রিকেটারদের থেকে দায়িত্বটা বেশি থাকে, তাই আমি পুরোপুরি ফিট থেকেই খেলতে চাই।’ 

    বিশ্বকাপের সময় পিঠের ইনজুরিটা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন মরগান। তবে সেটা টুর্নামেন্ট চলার সময় খুব একটা ভোগায়নি। বিশ্বকাপের পর দুই সপ্তাহের বিরতি শেষে টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের হয়ে ফেরার কথা ছিল মরগানের। তবে বাঁধ সাধে সেই পুরনো পিঠের ব্যথাটাই। এই কারণে ৯ আগস্ট মাঠে নামতে পারেননি তিনি।  

    মরগান আভাস দিয়েছেন, পুরোপুরি ফিট না থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নেতৃত্ব ছাড়বেন তিনি, ‘সুস্থ হতে আমার কিছুটা সময় দরকার। আগামী বছর যেন বিশ্বকাপে অধিনায়ক থাকতে পারি সেই চেষ্টাই করবো। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে কে না চায়? তবে যদি ইনজুরির শঙ্কা থেকেই থাকে, তাহলে আমাকে এটা নিয়ে ভাবতে হবে। কারণ জাতীয় দলের অধিনায়কত্বটা অনেক বড় ব্যাপার।'