• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    শৃঙ্খলাই শক্তি কোচ ভাসের

    শৃঙ্খলাই শক্তি কোচ ভাসের    

    মিরপুর একাডেমিতে সকাল সকাল দেখা গেল লোকটাকে। একঝাঁক তরুণকে নিয়ে অনুশীলন করছেন। এই বাংলাদেশে নিজে খেলে গেছেন অনেক আগে, বিশ্বকাপে বাংলাদেশকে দুঃস্বপ্নের চেয়েও বেশি কিছু উপহার দেওয়া স্মৃতি আছে তার। এবার চামিন্ডা ভাস কোচ হয়ে এসেছেন শ্রীলংকা ইমার্জিং দলের। বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের ম্যাচ খেলতে এর মধ্যেই ঢাকায় এসেছে শ্রীলংকা, আজ মিরপুরে শুরু করে দিয়েছেন অনুশীলনও।

    ভাস নিজে শ্রীলংকার মূল বোলিং হয়েছিলেন দুই বছর আগে। এই বছরের মার্চ থেকে ইমার্জিং দলের দায়িত্ব নিয়েছেন পুরোপুরি, আপাতত হাতেকলমে দীক্ষা দিচ্ছেন তরুণদের। নিজে এমন কোনো এক্সপ্রেস গতির পেসার ছিলেন না, খুব বেশি বৈচিত্র্যও ছিল না তার। লাইন আর লেংথই ছিল ভাসের মূলমন্ত্র। কোচ হয়েও সেটি জপে দিতে চাইছেন শিষ্যদের কানে, ‘আমি ২০ বছর ধরে দেশের হয়ে খেলেছি, খারাপও করিনি। আমার অভিজ্ঞতা ও জ্ঞান এই তরুণদের মধ্যে দেওয়াটা অবশ্যই ওদের জন্য ভালো। আর একজন স্থানীয় হিসেবে নিজেদের কারও থেকেই ওরা আরও বেশি কিছু শিখতে পারবে। স্থানীয় কোচদের নিয়ে কাজ করাটা বেশ ভালো একটা ব্যাপার। ওদেরকে ঠিক পথে রাখার জন্যও এটা দরকার। আমার মূল শক্তি হচ্ছে শৃঙ্খলা। দেশের হয়ে ২০ বছর খেলে আমি এটাই শিখেছি। এই বার্তাটাই আমি তরুণদের দিতে চাই। ওরা এটা শিখতে পারলেই ভালো করবে।’

    কিন্তু তরুণদের সঙ্গে কাজ করা কতটা উপভোগ করছেন? ভাস বললেন, ‘আমি বেশ উপভোগ করছি। আমি আগেই বলেছি এই কাজটা বেশ রোমাঞ্চকর। একদম তারুণ্যদীপ্ত ক্রিকেটারদের সঙ্গে কাজ করছি। দক্ষিণ আফ্রিকায় ওরা একটা ভালো টুর্নামেন্ট কাটিয়ে এসেছে। দেখা যাক সামনে ওরা কী করে। ’