• অ্যাশেজ ২০১৯
  • " />

     

    ব্যবসায়ী স্মিথও যেখানে সফল

    ব্যবসায়ী স্মিথও যেখানে সফল    

    নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরে ফর্মের তুঙ্গে আছেন স্টিভ স্মিথ। শুধু ব্যাটসম্যান নয়, ব্যবসায়ী স্মিথের দিনকালও কাটছে দারুণ! অস্ট্রেলিয়ান স্টার্ট আপ ম্যাট্রেস কোম্পানি কোয়ালাতে শেয়ার কিনে এখন পর্যন্ত স্মিথের পকেটে ঢুকেছে প্রায় ১০০ কোটি টাকা, যা ক্রিকেট খেলে তাঁর বাৎসরিক আয়ের চেয়েও বেশি! 

    ২০১৫ সালে ১ লাখ ডলার দিয়ে কোয়ালা কোম্পানির ১০ শতাংশ শেয়ার কিনেছিলেন স্মিথ। স্মিথের ব্যাটেও আছে কোয়ালা ব্র্যান্ডের স্টিকার। চার বছরের মাঝে স্মিথের জনপ্রিয়তার সুবাদে কোয়ালা কোম্পানির গ্রাহক সংখ্যাও বেড়েছে কয়েকগুণ। এখন এই কোম্পানির গ্রাহক সংখ্যা ২ লাখেরও বেশি। জুলাই পর্যন্ত প্রায় ১৫০ মিলিয়ন ডলারের ব্যবসাও করেছে কোম্পানিটি। 

    স্মিথের ১০ শতাংশ শেয়ার অনুযায়ী তাঁর পকেটে এসেছে মোট ১২ মিলিয়ন ডলার। সব মিলিয়ে তাঁর আয় ৩১ মিলিয়ন ডলার। কোয়ালা কোম্পানি থেকে যত আয় স্মিথের, এই বছর ক্রিকেট থেকেও এত বেশি আয় করেননি তিনি!

    কোয়ালার সহ প্রতিষ্ঠাতা মিচ টেলর বলছেন, শেয়ার কেনার সময়ই তিনি স্মিথকে বলেছিলেন তারা ভবিষ্যতে লাভবান হবেন, ‘আমি তাঁর ম্যানেজার ও পরিবারকে বলেছিলাম যে এখানে শেয়ার কিনলে পরে লাভবান হওয়া যাবে।’