• অ্যাশেজ ২০১৯
  • " />

     

    দুইয়ে উঠে এলেন স্মিথ

    দুইয়ে উঠে এলেন স্মিথ    

    ডন ব্র্যাডম্যানের ইতিহাস সর্বোচ্চ র‍্যাংকিং ছুঁতে পারেননি একটুর জন্য। তবে স্টিভ স্মিথ তরতর করে শুধু ওপরে উঠেছেনই। এক বছর নিষিদ্ধ থাকার পর মাঠে নেমে এজবাস্টন টেস্ট শেষে উঠে এসেছিলেন তিনে। লর্ডসে এক ইনিংসে ব্যাট করেই কেন উইলিয়ামসনকে সরিয়ে দুইয়ে চলে এসেছেন। সামনে এখন শুধুই বিরাট কোহলি।

    লর্ডসে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯২ রান করেছিলেন স্মিথ। এর মধ্যে অবশ্য হয়ে গেছে অনেক কাণ্ড, কানকাশনে মাঠ ছেড়েছেন। পরে আবার ফিরেছেন। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে আর ব্যাটই করতে পারেননি। তবে ৯১৩ পয়েন্ট হয়ে গেছে তার। শীর্ষে থাকা বিরাট কোহলির পয়েন্ট ৯২২। উইলিয়ামসন নেমে গেছেন তিনে। শীর্ষ দশে বড় পরিবর্তন আছে আরেকটি, গল টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির জন্য আট নম্বরে উঠে এসেছেন শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারত্নে। ক্যারিয়ারে এই প্রথমবারের মতো সেরা দশে উঠে এলেন করুনারত্নে। আর সেঞ্চুরির সুবাদে ব্যাটসম্যানদের তালিকায় ৬ ধাপ এগিয়ে ২৬ নম্বরে এসেছেন বেন স্টোকস, ৩০ নম্বরে আছেন জনি বেইরস্টো।

    বোলারদের তালিকায় অবশ্য খুব বেশি পরিবর্তন নেই। প্যাট কামিন্স আগের মতোই আছেন সবার ওপরে, লর্ডস টেস্টের পর নিজের জায়গাটা আরও পাকাপোক্ত করেছেন। জফরা আর্চার অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়েই চলে এসেছেন র‍্যাঙ্কিংয়ের ৮৩ নম্বরে। আরেক ইংলিশ জ্যাক লিচ এসেছেন ৪০ নম্বরে। ওদিকে নয় ধাপ এগিয়ে ৩৬ নম্বরে চলে এসেছেন শ্রীলংকান স্পিনার আকিলা দনঞ্জয়া।