ফিওরেন্টিনায় যোগ দিলেন রিবেরি
গত মৌসুমের শেষে বায়ার্ন মিউনিখকে বিদায় জানিয়েছিলেন ফ্র্যাঙ্ক রিবেরি। জার্মানি ছেড়ে এবার ইতালিতে এলেন এই ফ্রেঞ্চ উইংগার। ফ্রি ট্রান্সফারে সিরি আর ক্লাব ফিওরেন্টিনাতে যোগ দিয়েছেন রিবেরি।
বায়ার্ন ছাড়ার পর থেকেই নতুন ক্লাবের সন্ধানে ছিলেন রিবেরি। নতুন ঠিকানা পেতে খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি তাকে। গতকাল আনুষ্ঠানিকভাবে ফিওরেন্টিনাতে যোগ দিয়েছন তিনি। অফিশিয়াল এক বার্তায় ফিওরেন্টিনা স্বাগত জানিয়েছে রিবেরিকে। রিবেরির হাতে ক্লাবের জার্সিও তুলে দিয়েছেন ফিওরেন্টিনা প্রেসিডেন্ট।
এক বার্তায় রিবেরি বলছেন, ইতালিতে এসে উচ্ছ্বসিত তিনি, ‘আমি খুব খুশি এখানে আসতে পেরে। ফিওরেন্টিনা ইতালির অন্যতম বড় ক্লাব। শহরটাও দারুণ সুন্দর। ফিওরেন্টিনার হয়ে অনেক কিছু জিততে চাই।’
রিবেরি জানিয়েছেন, তাঁর সাবেক বায়ার্ন সতীর্থ ও বর্তমানে ফিওরেন্টিনার হয়ে খেলা লুকা টনিই তাকে এখানে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন। এদিকে নতুন ক্লাবে যোগদানের পর তাকে স্বাগত জানিয়েছেন এই মৌসুমে ধারে ফিওরেন্টিনাতে খেলতে আসা কেভিন প্রিন্স বোয়াটেং। রিবেরির সাথে ছবি তুলে বোয়াটেং টুইট করেছেন।
আজ ফিওরেন্টিনার স্টেডিয়ামে সমর্থকদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে রিবেরিকে।