মেসি আমাকে ভালো ফুটবলার হতে সাহায্য করেছে: রোনালদো
দুইজন একই লিগে খেলছেন নয় বছর। ওই সময়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। গত মৌসুমে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন রোনালদো। পর্তুগিজ চ্যানেল টিভি-১কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, মেসি তাকে ভালো ফুটবলার হতে সাহায্য করেছেন।
গত জুনে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, তাঁর ভালো ফুটবলার হওয়ার পেছনে অবদান আছে রোনালদোরও। রোনালদোও বলছেন একই কথা, ‘আমার কোনো সন্দেহই নেই যে আমার ভালো ফুটবলার হওয়ার পেছনে মেসির অবদান আছে। যখন আমি শিরোপা জিততাম নিশ্চয়ই তাঁর কষ্ট লাগতো। সে শিরোপা জিতলে আমারও একই অনুভূতি হতো।’
মেসির সাথে দ্বৈরথটা দারুণ উপভোগ করেছেন রোনালদো, ‘আমি মেসির ক্যারিয়ারের অর্জনকে সম্মান জানাই। আমি যখন স্পেন ছেড়ে আসি তখন সে নিজের হতাশা প্রকাশ করেছে। কারণ আমাদের দ্বৈরথটা খুবই উপভোগ্য ছিল। এরকম দ্বৈরথ অবশ্য বাস্কেটবলে, ফর্মুলা ওয়ানেও আছে।’
মেসি-রোনালদো দুইজনই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন অবসরের দিকে। বুটজোড়া তুলে রাখার পর মেসির সাথে বসে ডিনার করার ইচ্ছা পোষণ করলেম সিআর সেভেন, ‘আমাদের দুইজনের মাঝে পেশাদার সম্পর্কটা আছে। কারণ গত ১৫ বছর ধরে একই সাথে খেলছি। এই দীর্ঘ সময়ে কখনোই একসাথে বসে ডিনার করা হয়নি তাঁর সাথে। ভবিষ্যতে তাঁর সাথে ডিনার করতে কোনো সমস্যাই নেই।’