• অ্যাশেজ ২০১৯
  • " />

     

    অতিমানব স্টোকসে হেডিংলিতে যত রেকর্ড

    অতিমানব স্টোকসে হেডিংলিতে যত রেকর্ড    

    হারলেই দেশের মাটিতে অ্যাশেজ হাতছাড়া হবে। প্রথম ইনিংসে মাত্র ৬৭ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে খানিকটা ঘুরে দাঁড়ালেও অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫৯ রানের লক্ষ্যটা অনেক দূরের পথই মনে হচ্ছিল। ৭৩ রান বাকি থাকতে নবম উইকেট পড়লে ইংল্যান্ডের জয়ের স্বপ্নটা ফিকেই হয়ে যায়। সেখান থেকে অবিশ্বাস্য এক ইনিংস খেলেই সিরিজে সমতা আনলেন বেন স্টোকস। স্টোকসের অতিমানব হওয়ার দিনে রেকর্ডবুকেও খানিকটা ওলটপালট হয়েছে। 

     

    ১ 

    শেষ উইকেটে স্টোকস ও জ্যাক লিচ যোগ করেছেন ৭৬ রান। শেষ উইকেটে এর চেয়ে বেশি রানের জুটি আছে আর একটিই। এই বছরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ উইকেটে কুশল পেরেরা-ফার্নান্দোর ৭৮ রানের জুটির সুবাদে ৩০৪ রানের লক্ষ্য তাড়া করে দারুণ এক জয় পেয়েছিল শ্রীলংকা। 

    রান তাড়া করতে নেমে জয়ের ম্যাচে ইংল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান এখন স্টোকসের। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৩ করেছিলেন মার্ক বুচার। ১৮৯৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪০ রান করেছিলেন জ্যাক ব্রাউন। 

    ৬ 

    টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত এক উইকেটের জয়ের ঘটনা ঘটেছে ১৪ বার। এর মাঝে ছয়বার পরাজিত দলে ছিল অস্ট্রেলিয়া। এত অল্প ব্যবধানে তাদের চেয়ে বেশি টেস্ট হারেনি আর কোনো দলই। ১৯৯০ সালের পর চারবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড এক উইকেটে টেস্ট জিতেছে মোট চারবার। 

    দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার সময় আটটি ছয় মেরেছেন স্টোকস। টেস্টের চতুর্থ ইনিংসে তাঁর চেয়ে বেশি ছয় মেরেছেন মাত্র দুইজন। নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টেল মেরেছেন ১১টি ছয়, টিম সাউদির ছয় ৯ টি। তবে দুই ক্ষেত্রেই নিউজিল্যান্ড হেরেছিল। 

    ৬৭ 

    প্রথম ইনিংসে ৬৭ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। এর চেয়ে কম রান করেও টেস্ট জেতার ঘটনা আছে মাত্র তিনবার। ১৮৮৭ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫ রান করেও শেষ পর্যন্ত জিতেছিল ইংলিশরা। ১৮৮৮ সালে লর্ডসে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সাথে ৬০ রান করে পরবর্তীতে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। ১৮৮২ সালে ওভালে ইংল্যান্ডের সাথে প্রথম ইনিংসে ৬৩ রান করেও শেষ পর্যন্ত জিতেছিল অজিরা। 

    ৩৫৯ 

    রান তাড়া করে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় এসেছে গতকালই। এর আগে ১৯২৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে জিতেছিল ইংলিশরা। হেডিংলিতে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।