• অ্যাশেজ ২০১৯
  • " />

     

    অ্যাশেজ না জেতার কারণ নেই আমাদের: আর্চার

    অ্যাশেজ না জেতার কারণ নেই আমাদের: আর্চার    

    অ্যাশেজ হাতছাড়া হওয়ার দ্বারপ্রান্তে ছিল ইংল্যান্ড। হেডিংলিতে বেন স্টোকসের অতিমানবীয় সেই ইনিংসের কল্যাণে সিরিজে ১-১ এ সমতা এনেছে ইংলিশরা। রোমাঞ্চকর সেই ম্যাচের পর জো রুটদের আত্মবিশ্বাস স্বভাবতই এখন তুঙ্গে। পেসার জফরা আর্চার বলছেন, হেডিংলির অমন হারের পর অস্ট্রেলিয়া মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকবে। এর ফলে ইংল্যান্ডের সিরিজ জয়ের সম্ভাবনাও অনেক বেশি বলেই ধারণা আর্চারের। 

    হেডিংলির শেষ মুহূর্তগুলোতে অস্ট্রেলিয়া পথ হারিয়ে ফেলেছিল, বলছেন আর্চার, ‘৩৫৯ অনেক রান ছিল। আমার মনে হয় অস্ট্রেলিয়া শেষ দিকে খানিকটা দিশা হারিয়ে ফেলেছিল। দর্শকও আমাদের পাশে ছিল। আমার মনে হয় না তারা ভবিষ্যতে ডিক্লেয়ার করবে এমন মুহূর্তে। এটা করলেও তারা আক্রমণাত্মক হবে না বোলিংয়ের সময়। সিরিজ ড্র করলেও তো তারা অ্যাশেজ জিতবে।’ 

    অ্যাশেজের পরের দুই টেস্টে এগিয়ে থাকবে ইংল্যান্ডই, জানালেন আর্চার, ‘আগের টেস্টে তারা অনেক সময় ফিল্ডিং করেছে। দ্বিতীয় নতুন বলেও আমাদের অলআউট করতে পারেনি। পরের ম্যাচে তাই মানসিকভাবে আমরাই এগিয়ে থাকবো। আর আমাদের সিরিজ না জেতারও কোনো কারণ দেখছি না।’ 

    মাথায় আঘাত পেয়ে হেডিংলি টেস্ট মিস করা স্টিভ স্মিথ ওল্ড ট্রাফোর্ডেই ফিরতে পারেন। অনুশীলনে ফিরে স্মিথ জানিয়েছেন, আর্চার যেহেতু তাকে আউট করতে পারেনি তাই তাঁর বোলিং নিয়ে বেশি ভাবছেন না। আর্চার জবাবে বলেছেন, স্মিথকে আউট করার চেয়ে ইংল্যান্ডকে অ্যাশেজ জেতানোই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ, ‘সে ক্রিজে থাকলে তো তাকে আউট করবো! তাকে আউট করার অনেক সুযোগ পাবো সামনে। তবে তাকে আউট না করতে পারলেও দলের অন্যদের আউট করলে অস্ট্রেলিয়ার খুব একটা লাভ হবে না! সে একাই তো সব করতে পারবে না। আমি একজন ব্যাটসম্যানের সাথে লড়াই করতে আসিনি, সিরিজ জিততে এসেছি।’