• অ্যাশেজ ২০১৯
  • " />

     

    কোহলিকে সরিয়ে আবার শীর্ষে স্মিথ

    কোহলিকে সরিয়ে আবার শীর্ষে স্মিথ    

    ২০১৮ সালের আগস্টে বিরাট কোহলির কাছে ব্যাটসম্যানদের টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন ওই সময় নিষিদ্ধ থাকা স্টিভ স্মিথ। এক বছর পর আবার শীর্ষে উঠলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। মাত্র এক পয়েন্টের ব্যবধানে কোহলিকে পেছনে ফেলে শীর্ষস্থান ফিরে পেয়েছেন স্মিথ। 

    অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ ফর্মে ছিলেন স্মিথ। এজবাস্টনে দুই ইনিংসেই করেছিলেন সেঞ্চুরি। লর্ডসে প্রথম ইনিংসে করেছিলেন ৯২ রান। এরপর ঘাড়ে আঘাত পাওয়ার কারণে সেই টেস্টে বদলি হতে হয় তাকে, খেলতে পারেননি হেডিংলিতেও। তবে রেটিং পয়েন্টে কোহলির খুব কাছেই ছিলেন স্মিথ। 

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৬ রান করেছিলেন কোহলি। তবে দ্বিতীয় ইনিংসে প্রথম বলেই আউট হয়েছেন ভারতীয় অধিনায়ক। আর এতেই রেটিং পয়েন্টে স্মিথের চেয়ে পিছিয়ে পড়েছেন তিনি। কোহলির রেটিং পয়েন্ট ৯০৩, স্মিথের ৯০৪।

     

     

    ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত প্রায় তিন বছর টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে ছিলেন স্মিথ। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো পারফরম্যান্সের সুবাদে সেরা দশে ঢুকেছেন ভারতের অজিংকা রাহানে, তিনি আছেন সাত নম্বর স্থানে। 

    বোলারদের তালিকাতে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। জ্যামাইকা টেস্টে হ্যাটট্রিকের সুবাদে তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতের জাসপ্রীত বুমরা।