• বুন্দেসলিগা
  • " />

     

    চলে গেলেন সবচেয়ে বেশি দলকে কোচিং করানো জার্মান কোচ

    চলে গেলেন সবচেয়ে বেশি দলকে কোচিং করানো জার্মান কোচ    

    ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি দলকে কোচিং করানোর রেকর্ডটা জার্মানির রুডি গান্টারডর্ফের। ৯৩ বছর বয়সী এই জার্মান কোচ আর নেই। জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, বয়সজনিত কারণে মৃত্যুবরণ করেছেন গান্টারডর্ফ। 

    মাত্র ২০ বছর বয়সে শুরু গান্টারডর্ফের কোচিং ক্যারিয়ার। কোচিং করিয়েছেন ৭৭ বছর বয়স পর্যন্ত। সব মিলিয়ে ৫৫টি দলের কোচের দায়িত্ব পালন করেছেন গান্টারডর্ফ। এর মাঝে ১৮টি জাতীয় দলও আছে। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে বহুবার নতুন নতুন দলের দায়িত্ব নেওয়ায় তাকে ‘রেস্টলেস রুডি’ নামেই ডাকা হতো। সবচেয়ে বেশি দলের কোচিং করানো রুডি জায়গা করে নিয়েছিলেন গিনেস বুক অফ রেকর্ডসেও। 

     

     

    অস্ট্রেলিয়া, ঘানা, চিলির মতো দেশের কোচ ছিলেন গান্টারডর্ফ। ক্লাবের মাঝে স্টুটগার্ট, রিয়াল ভায়াদোলিদ, এফসি শালকে, হ্যামবুর্গকে কোচিং করিয়েছেন তিনি। ২০০৩ সালে সবশেষ সামোয়া অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নেন গান্টারডর্ফ। 

    গান্টারডর্ফের মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন ও ক্লাব কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি সংখ্যক দলের কোচ হওয়ার যে কীর্তি তিনি করে গেছেন, সেটা কি আর কেউ ভাঙতে পারবেন?