• আইপিএল ২০১৯
  • " />

     

    প্রথমবারের মতো কলকাতায় হবে আইপিএলের নিলাম

    প্রথমবারের মতো কলকাতায় হবে আইপিএলের নিলাম    

    আইপিএলের সূচনালগ্ন থেকেই নিলাম অনুষ্ঠিত হয়ে আসছে বেঙ্গালুরুতে। তবে এই রীতিতে এবার আসছে পরিবর্তন। আগামী আসরের নিলাম এবার অনুষ্ঠিত হবে কলকাতায়। ১৯ ডিসেম্বর কলকাতাতেই নির্ধারিত হবে কোন ফ্র্যাঞ্চাইজি কাকে দলে ভেড়াবে।

    আগামী বছরের আইপিএলের পর সব ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে দল গঠন করবে। ছেড়ে দেওয়া হবে সব ক্রিকেটারকে। ২০২১ সালের আইপিএলের আগে হবে বড় এক নিলাম। সেই হিসেবে এবারই আগের নিয়মের শেষ ছোট পরিসরের নিলাম। 

    এবারের 'ট্রেডিং উইন্ডো' শেষ হবে ১৪ নভেম্বর। আটটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের মাঝে ক্রিকেটার অদল বদল করতে পারবে এই সময়ের মাঝে। প্রাথমিকভাবে সব দলকে ৮৫ কোটি রুপি খরচ করার হিসেব বেধে দেওয়া হয়েছিল। পরে প্রতি দলকে আরও তিন কোটি রুপি বাড়িয়ে দেওয়া হয়।  

    এবারের নিলামে সবচেয়ে বেশি অঙ্কের টাকা খরচ করতে পারবে দিল্লী ক্যাপিটালস (৮.২ কোটি রুপি)। রাজস্থান রয়্যালস খরচ করতে পারবে ৭.১৫ কোটি, কলকাতা নাইট রাইডার্স ৬.০৫ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ ৫.৩ কোটি, কিংস ইলেভেন পাঞ্জাব ৩.৭ কোটি, চেন্নাই সুপার কিংস ৩.২ কোটি, মুম্বাই ইন্ডিয়ানস ৩.০৫ কোটি ও রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরু ১.৮ কোটি।  

    গতবারের নিলামে ৭০টি ফাঁকা জায়গার জন্য ৩৫১ জন ক্রিকেটারের নিলাম হয়েছিল। শেষ পর্যন্ত ৬০ জন ক্রিকেটার বিক্রি হয়েছিলেন। তাদের মাঝে ছিলেন ৪০ জন ভারতীয় ও ২০ জন বিদেশি ক্রিকেটার। সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিলেন ভারতের পেসার জয়দেব উনাদকাট ও স্পিনার বরুণ চক্রবর্তী। তাদেরকে ৮.৪ কোটি রুপিতে কিনেছিল রাজস্থান ও পাঞ্জাব।