সুমনের ৫ উইকেটের দিনে রবি-ইমরান-তাইবুরের ফিফটি
ঢাকা ১ম ইনিংস ২৪০ অল-আউট ও ২০৬/৬*
রাজশাহী ১ম ইনিংস ১৯৭ অল-আউট
ঢাকা ২য় ইনিংসে ৪ উইকেটে ২৪৯ রানে এগিয়ে
শেষদিন বাকি, ঢাকা এগিয়ে ২৪৯ রানে। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলে রাজশাহীকে আরেকবার অল-আউট করতে পারবে তারা? জয়ের সম্ভাবনা জাগানো দিনের হাইলাইটস তরুণ পেসার সুমন খানের ৫ উইকেট, আর রকিবুল-তাইবুরের জোড়া ফিফটি।
আগের দিন ৬ উইকেটে ১৭৩ রানে দিন শুরু করা রাজশাহী এদিন যোগ করতে পেরেছে আর ২৪ রান। দিনের ২য় ওভারেই ফিরেছেন ফরহাদ রেজা, সুমন খানের বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে। সালাউদ্দিন শাকিল এসে শেষ করেছেন জহুরুলের দীর্ঘ ইনিংস, ২২০ বলে ৬৪ রান করে শুভাগত হোমের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। তাইজুলের উইকেট দিয়ে ক্যারিয়ারে প্রথম পাঁচ পূর্ণ করেছেন এরপর সুমন, ১৯ বছর বয়সী পেসার বোলিং শেষ করেছেন ৫০ রানে ৫ উইকেট নিয়ে, বোলিং করেছেন ২৭ ওভার। শফিউলকে সেই সুমনের হাতে ক্যাচ বানিয়ে রাজশাহীর ইনিংস শেষ করেছেন শাকিল।
২য় ইনিংসে নেমে ৩২ রানেই দুই ওপেনার রনি তালুকদার ও আব্দুল মজিদকে হারিয়ে ফেলেছে ঢাকা-- দুজনই আউট হয়েছেন তাইজুল ইসলামের বলে। এরপর রকিবুল হাসানের সঙ্গে জয়রাজ শেখের ৩য় উইকেটে ৫৩ ও ৪র্থ উইকেটে তাইবুরের সঙ্গে ৯৫ রানের জুটি ঢাকাকে ফিরিয়েছে ঠিক পথে। ৬৫ রান করে ফরহাদ রেজার বলে বোল্ড হয়েছেন রকিবুল, এর আগে ৩০ রান করে রান-আউট হয়েছিলেন জয়রাজ।
প্রথম ইনিংসের মতো এবারও ফিফটি করেছেন তাইবুর, দিনশেষে তিনি অপরাজিত ৬৭ রানে। শেষদিকে পরপর দুই ওভারে শুভাগত ও মোহাম্মদ শাকিল ফিরেছেন যথাক্রমে রেজা ও তাইজুলের বলে, তবে ম্যাচে ঠিক পথেই আছে ঢাকা।
রংপুর ১ম ইনিংস ২২৭ অল-আউট
খুলনা ১ম ইনিংস ১৯২/৩*
খুলনা ১ম ইনিংসে ৭ উইকেটে ৩৫ রানে পিছিয়ে
রাজশাহীকে দ্রুত অল-আউট করে দেওয়া পর রবিউল ইসলাম রবি ও ইমরান উজ্জামানের ৭০-পেরুনো ইনিংসে প্রথম ইনিংসে দৃঢ় অবস্থানে খুলনা। তবে এক দিন বাকি থাকতে এ ম্যাচের ভাগ্যে ড্রয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি।
তৃতীয় দিন তানভীর হায়দার ও সোহরাওয়ার্দি শুভর জুটি ভাঙার অপেক্ষায় ছিল যেন খুলনা। এদিন দুজন মিলে তুললেন আরও ৪৩ রান, এরপর খুলনাকে ব্রেকথ্রু এনে দিয়েছেন রুবেল হোসেন। ৫০ রান করা শুভ ক্যাচ দিয়েছেন তার বলে। এরপর রুবেল নিয়েছেন আলাউদ্দিন বাবুরও উইকেট। আর আব্দুর রাজ্জাক এসে মুড়ে দিয়েছেন রংপুরের লেজ- তানভীরের পর রবিউল হককে ফিরিয়ে। সৌম্যর বলে সাজিদুল ইসলাম বোল্ড হওয়ায় শেষ হয়েছে রংপুরের প্রথম ইনিংস, ২২৭ রানেই।
ব্যাটিংয়ে নেমে রবি ও ইমরানে দারুণ শুরু করেছে খুলনা। ১৩৬ রানের ওপেনিং জুটি তাদের, তানভীরের বলে ৭১ রান করে এরপর ক্যাচ দিয়েছেন ইমরান। ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে আর ৪০ রান তোলার পর রবিউল হককে ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন রবিও, তিনি করেছেন ৭৬ রান।
মাহমুদুল হাসানের বলে আউট হওয়ার আগে তুষার ইমরান করতে পেরেছেন ২ রান, দিনশেষে ২৯ রানে ব্যাটিং করা ইমরুলের সঙ্গী ৮ রানে অপরাজিত আরেক বাঁহাতি সৌম্য সরকার।