• বুন্দেসলিগা
  • " />

     

    'আর্মি স্যালুট' দিয়ে জার্মান ক্লাব থেকে বহিষ্কার হলেন তুরস্কের ফুটবলার

    'আর্মি স্যালুট' দিয়ে জার্মান ক্লাব থেকে বহিষ্কার হলেন তুরস্কের ফুটবলার    

    ইউরো বাছাইপর্বের আলবেনিয়া ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচে তুরস্কের ফুটবলারদের ‘আর্মি স্যালুট’ নিয়ে উঠেছে বিতর্ক। জাতীয় দলের ফুটবলারদের মতো ঠিক একইভাবে আর্মি স্যালুট দিয়ে পোস্ট করেছিলেন জার্মানির দ্বিতীয় বিভাগের দল সেন্ট পলির ডিফেন্ডার চেনক শাহিন। ঐ পোস্টই কাল হয়ে দাঁড়ালো তার জন্য। ক্লাবের সমর্থকদের তোপের মুখে শাহিনকে স্কোয়াড থেকে বহিষ্কার করেছে সেন্ট পলি। 

    সিরিয়া সীমান্তে চলা যুদ্ধে তুরস্কের সেনাবাহিনীর শহীদদের উদ্দেশ্যে আর্মি স্যালুট জানিয়ে বিতর্কের জন্ম দিয়েছে তুরস্কের জাতীয় ফুটবল দল। গত শুক্রবার শাহিনও একই ভঙ্গিতে ছবি দিয়ে পোস্ট দিয়েছিলেন, ‘আমরা তুরস্কের বীর যোদ্ধাদের সাথেই আছি। আমাদের দোয়া সবসময় আপনাদের জন্য আছে।’  

    তুরস্কের ফুটবলারদের দেওয়া আর্মি স্যালুট

     

    শাহিনের এমন পোস্ট মেনে নিতে পারেননি জার্মান ক্লাবটির সমর্থকরা। ক্লাব কর্তৃপক্ষের কাছে তারা শাহিনের ঐ পোস্ট নিয়ে আপত্তি জানায়। সমর্থকদের তীব্র আপত্তির মুখে শাহিনকে স্কোয়াড থেকে পাকাপাকিভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, ‘ইন্সটাগ্রাম পোস্টের ঐ ঘটনায় শাহিনকে দলের সাথে অনুশীলন কিংবা ম্যাচ খেলার ব্যাপারে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্লাবের মূল্যবোধের যেন ব্যঘাত না ঘটে ও ফুটবলারের নিরাপত্তাও যেন বজায় থাকে এসব কিছু ভেবেই এমন সিদ্ধান্ত। সে চাইলে অন্য ক্লাবের সাথে অনুশীলন করতে পারবে ও খেলতে পারবে।’ 

    যুদ্ধ নিয়ে কোনো ধরনের পোস্ট মেনে নেওয়া হবে না, সাফ জানিয়ে দিয়েছে পলি, ‘সমর্থক, ক্লাব সদস্য ও ফুটবলারদের যাদেরই তুরস্কের সাথে সম্পর্ক আছে, তারা যেন এরকম পোস্ট আর না দেন। এই ব্যাপারে আমরাও সতর্ক থাকবো। এটা আমাদের ক্লাবের মূল্যবোধের সাথে যায় না।’