• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লিভারপুলের বিপক্ষে থাকছেন না পগবা-ডি গিয়া

    লিভারপুলের বিপক্ষে থাকছেন না পগবা-ডি গিয়া    

    ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ সাত ম্যাচের পাঁচটিতেই খেলতে পারেননি পল পগবা। পায়ের ইনজুরিটা আরও বেশ কয়েকদিন ভোগাবে তাকে। ইউনাইটেড কোচ ওলে গানার সোলশার নিশ্চিত করেছেন, আগামী রবিবার লিভারপুলের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে বেঞ্চেই বসে থাকতে হবে পগবাকে। পগবার পাশাপাশি গোলরক্ষক ডেভিড ডি গিয়াও ইনজুরির কারণে মিস করবেন ম্যাচটি। 

    পুরোপুরি সুস্থ হওয়ার জন্য পগবার আরও সময় দরকার বলেই জানালেন সোলশার, ‘গত মাসের শেষে আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর তাঁর পায়ের স্ক্যান করা হয়েছিল। কয়েক সপ্তাহ বিশ্রাম পেয়েছে সে। তবে ম্যাচ ফিটনেস পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাকে। লিভারপুলের বিপক্ষে সে তাই খেলবে না।’ 

    চোট পেয়ে মাঠ ছাড়ছেন ডি গিয়া

     

    ইউরো বাছাইপর্বের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন স্পেন গোলরক্ষক ডি গিয়া। কবে নাগাদ সুস্থ হয়ে উঠবেন, সেটা জানা যায়নি। সোলশার জানালেন, তাকেও পরের ম্যাচে পাচ্ছে না ইউনাইটেড, ‘তাঁর স্ক্যান করতে হবে। আমার মনে হয় সেও খেলতে পারবেন না।’ 

    পগবা, ডি গিয়ার পাশাপাশি ইনজুরির কারণে লিভারপুলের বিপক্ষে খেলা অনিশ্চিত হেসে লিনগার্ডেরও।  তবে অ্যারন বিসাকা ও অ্যান্থনি মার্শিয়াল ঐ ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন, এমনটাই আশা সোলশারের, ‘আশা করি অ্যারন ও অ্যান্থনি ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবে। তারা যদি ৩০ মিনিট কিংবা ম্যাচের অর্ধেক সময়ও খেলতে পারে সেটাও অনেক বড় ব্যাপার।’