পাঁজরের চোটে জাতীয় লিগে খেলা হচ্ছে না তামিমের
আফগানিস্তান আর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন। এর মধ্যে পুরোপুরি ফিরেছেন অনুশীলনে, জাতীয় লিগের প্রথম রাউন্ডেও খেলেছেন তামিম ইকবাল। কিন্তু চট্টগ্রামের হয়ে আজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলা হচ্ছে না তার। পাঁজরের চোট শেষ মুহূর্তে ছিটকে দিয়েছে তামিমকে, সেরে উঠতে সময় লাগতে পারে এক সপ্তাহ।
চট্টগ্রামের হয়ে মিরপুরেই খেলেছিলেন প্রথম রাউন্ডের ম্যাচ। যদিও খুব বড় কিছু করতে পারেননি,প্রথম ইনিংসে ৩০ করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪৬ রান। আজ থেকে শুরু দ্বিতীয় রাউন্ডে খেলার কথা ছিল। তবে গত পরশু দুপুরে মিরপুরে ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরের পেশীতে কিছুটা চোট লাগে। শুরুতে অবশ্য ব্যথা ছিল না। কাল আবার ব্যাটিং করতে গেলে ব্যথা বেড়ে যায়। আজ সকালে স্ক্যান করার পর টিয়ার ধরা পড়েছে। বিসিবির চিকিৎসক ডা দেবাশীষ চৌধুরী বলেছেন, সেরে উঠতে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে। আজকের রাউন্ড তো বটেই, পরের রাউন্ডেও সম্ভবত খেলা হচ্ছে না তামিমের। একেবারে ২৫ অক্টোবর থেকে ভারত সফরের জন্য ক্যাম্পেই যোগ দিতে পারেন।