• ক্লিয়ার মেন অ-১৭ ফুটবল
  • " />

     

    অনূর্ধ্ব-১৭ স্কুল চ্যাম্পিয়নশিপে খুলনার চ্যাম্পিয়ন চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ

    অনূর্ধ্ব-১৭ স্কুল চ্যাম্পিয়নশিপে খুলনার চ্যাম্পিয়ন চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ    

    ক্লিয়ার মেন অনূর্ধ্ব-১৭ স্কুল চ্যাম্পিয়নশিপের খুলনা বিভাগের খেলা শেষ হয়েছে গতকাল। বিভাগীয় ফাইনালে কালিয়া সরকারী পাইলট স্কুলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ। 

    চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের হয়ে ফাইনালে দুই গোল করেছেন মোস্তফা কামাল। খুলনা অঞ্চলের পর্বে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি, করেছেন মোট পাঁচ গোল। 

     

    বিভাগীয় চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান (এডিসি) ও খুলনা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইউসুফ আলী।

    এরই সাথে সব বিভাগীয় পর্যায়ের খেলা শেষ হয়েছে। এর আগে ঢাকা অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, সিলেট অঞ্চলের চ্যাম্পিয়ন ফেইম একাডেমী, চট্টগ্রাম অঞ্চল থেকে চ্যাম্পিয়ন সানোয়ারা ইসলাম বয়েজ, রাজশাহী অঞ্চলের চ্যাম্পিয়ন বগুড়া পুলিশ লাইন হাই স্কুল, বরিশালের চ্যাম্পিয়ন বরিশাল ব্যাপটিস্ট মিশন হাই স্কুল, ময়মনসিংহ অঞ্চলের চ্যাম্পিয়ন পুলিশ লাইন স্কুল ও রংপুর অঞ্চলের চ্যাম্পিয়ন নীলফামারির সমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।

    সারা দেশ থেকে ২৭২টির বেশি স্কুল অংশগ্রহণ করছে এবারের টুর্নামেন্টে। সেরা ১৬টি স্কুল এরপর ঢাকায় ফাইনাল রাউন্ডে অংশ নেবে। টুর্নামেন্ট থেকে সেরা ৩৬ জন ফুটবলারকে নিয়ে বাফুফের সহযোগিতায় আয়োজন করা হবে বুটক্যাম্প। এরপর বুটক্যাম্পের সেরা ছয় খেলোয়াড় সুযোগ পাবেন ইংল্যান্ডে ম্যানচেস্টার সিটির একাডেমিতে অনুশীলনের। থাকছে ইংলিশ চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার ম্যানচেষ্টার সিটির মাঠে বসে তাদের খেলা দেখার সুযোগ।

    খেলা দেখতে এবার দর্শকদের লাগছে না কোনো টিকিট।