• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    অধিনায়ক হিসেবে কোহলি-উইলিয়ামসনের মতো হতে চান বাবর

    অধিনায়ক হিসেবে কোহলি-উইলিয়ামসনের মতো হতে চান বাবর    

    সরফরাজ আহমেদকে সরিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়েছে বাবর আজমকে। ২৪ বছর বয়সী বাবরের অধিনায়কত্বের শুরুটাই হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে। সংবাদ সম্মেললে বাবর জানালেন, অধিনায়ক হিসেবে ভারতের বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের মতোই হতে চান তিনি। শুধু দলের সাফল্য নয়, কোহলি-উইলিয়ামসনদের মতো ব্যক্তিগত পারফরম্যান্সের গ্রাফটা উপরের দিকে রাখতে চান বাবর। 

    দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি কোহলি-উইলিয়ামসনরা রানও পাচ্ছেন নিয়মিত। বাবর অধিনায়ক হিসেবে তাদের পথেই হাঁটতে চান, ‘অধিনায়ক হিসেবে আমি শুধু দলের সাফল্য নিয়ে খুশি থাকতে চাই না। দলের ভালো পারফরম্যান্সের পাশাপাশি আমি নিজের ব্যক্তিগত পারফরম্যান্সেরও উন্নতি চাই। কোহলি ও উইলিয়ামসন যেভাবে দলের সাফল্যের পাশাপাশি ব্যাট হাতে রান পাচ্ছে, আমিও তেমনটা করতে চাই।’ 

    অধিনায়ক হিসেবে 'অভিষেক' হওয়ার অপেক্ষায় বাবর 

     

    শ্রীলংকার বিপক্ষে ঘরের মাটিতে হওয়া সিরিজে সহ অধিনায়ক ছিলেন বাবর। তিন ম্যাচের সিরিজে বাবর করেছিলেন মাত্র ৪৩ রান। দলও শ্রীলংকার কাছে হয়েছিল হোয়াইটওয়াশ। সহ অধিনায়ক হওয়ার বাড়তি চাপেই এমন খারাপ হয়েছিল বাবরের পারফরম্যান্স, বলেছিলেন অনেকেই। অধিনায়ক হলে তো চাপটা আরও বাড়বে, তখন কী করবেন? 

    বাবর বলছেন, দলকে নেতৃত্ব দেওয়াটা বাড়তি চাপের কিছু না, ‘মানুষ তো তিন ম্যাচ দেখেই সব বিচার করে ফেলে। আমি সহ অধিনায়ক ছিলাম বলে ব্যাটিং ভালো হয়নি, এমন কিছু না। ক্রিকেটে ভালো, খারাপ দিন যাবেই। আমাদের সিরিজটা একদমই ভালো কাটেনি। আমরা প্রতি ম্যাচেই ১২০ শতাংশ দিয়েছি, কিন্তু ফলাফল আসেনি। অধিনায়ক হয়েছি বলে বাড়তি চাপ থাকবে এমনটা মোটেও সত্যি নয়। আমি যেভাবে খেলতাম সেভাবেই খেলব।’