'লিভারপুলের মতো হাই প্রেসিং ফুটবল খেলতে পারবে না বায়ার্ন'
দুই দলই সপ্তাহের শুরুতে লিগের ম্যাচ জিতেছে। লিভারপুল লিগের শীর্ষস্থানে শক্ত ভিত গড়লেও বায়ার্ন মিউনিখ শীর্ষস্থানটা হারিয়েছে কয়েক ঘণ্টার ব্যবধানে। বায়ার্ন কোচ নিকো কোভাচ নিজেদের চেয়ে লিভারপুলকেই বেশি এগিয়ে রাখছেন। এক সংবাদ সম্মেলেন কোভাচ বলেছেন, লিভারপুলের মতো হাই প্রেসিং ফুটবল চাইলেও খেলতে পারবেন না বায়ার্ন।
এই মৌসুমে প্রিমিয়ার লিগে অপরাজিত আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে এরই মাঝে ছয় পয়েন্ট এগিয়ে গেছে ইউর্গেন ক্লপের দল। জার্মান লিগে অবশ্য এতোটা সহজে শীর্ষস্থান পাচ্ছে না বায়ার্ন। এই সপ্তাহের শুরুতে শীর্ষে উঠলেও একদিনের মাঝেই তাদের হটিয়ে শীর্ষে ফিরেছে বরুশিয়া মগ্লাডবাখ।
কোভাচকে প্রশ্ন করা হয়েছিল, তিনি টটেনহামের বিপক্ষে লিভারপুল যেভাবে হাই প্রেসিং ফুটবল খেলেছিল সেটা তিনি দেখেছিলেন কিনা। কোভাচ উত্তরে বলেছেন, লিভারপুলের মতো হাই প্রেসিং ফুটবল তারা খেলতে পারবেন না, ‘আমরা লিভারপুলের মতো খেলতে পারব না। আমাদের যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আপনি যখন হাইওয়েতে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি বেগে যেতে পারেন না, তখন ঘণ্টায় ২০০ কিলোমিটারের কথা মাথাতেই আনা উচিত না। যেটুক সামর্থ্য আছে সেটা নিয়েই এগিয়ে যাওয়া উচিত।’
বায়ার্নকে আরও ভালো টিম কম্বিনেশন খুঁজতে হবে, মানছেন কোভাচ, ‘আমাদের অনেক ধরনের ফুটবলার আছে। একাদশের কম্বিনেশন কীভাবে সেরা করা যায়, সেটাই খুঁজে বের করতে হবে। আমরাও ভালো প্রেসিং ফুটবল খেলি। তবে উন্নতির তো জায়গা আছেই।’
গতবার চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ তে বায়ার্নকে ৩-১ গোলে হারিয়েছিল লিভারপুল। কোভাচ বলছেন, ভালো ফলাফল পেতে হলে ক্লপের মতো তাকেও সময় দিতে হবে, ‘ফুটবলে তো আপনাকে সময় দিতে হবে। এটা অবশ্য বর্তমান যুগে একদমই দেখা যায় না।’