• এসএ গেমস
  • " />

     

    জামাল-জীবন-ইয়াসিনকে নিয়ে এসএ গেমসের বাংলাদেশ দল

    জামাল-জীবন-ইয়াসিনকে নিয়ে এসএ গেমসের বাংলাদেশ দল    

    এসএ গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জামাল ভুঁইয়া, ইয়াসিন খান, নাবিব নেওয়াজ জীবন রয়েছেন ২০ সদস্যের দলে। ফুটবল ইভেন্টটি অনুর্ধ্ব-২৩ দলের হলেও, এর বাইরে তিনজন খেলোয়াড় থাকতে পারেন দলে। জামাল, ইয়াসিন, জীবন- বাংলাদেশ দলের তেইশোর্ধ্ব তিন জন। 

    জাতীয় দলের অবশ্য প্রায় সবারই জায়গা হয়েছে এসএ গেমসের দলেও। জেমি ডেও থাকছেন কোচ হিসেবে। ডিসেম্বরের ১-১০ তারিখ পর্যন্ত নেপালের পোখরাতে বসবে তেরতম এসএ গেমসের আসর। দক্ষিণ এশিয়ার সাত দেশই অংশ নিচ্ছে। গতবার ফুটবলে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। ফুটবলে বাংলাদেশ সবশেষ সোনা জিতেছিল ২০০৯ সালে।    

    বাংলাদেশ অলিম্পিক দল 
    গোলরক্ষক 

    আনিসুর রহমান জিকো, মোহাম্মদ পাপ্পু হোসেন, মাহফুজুর রহমান প্রীতম 
    ডিফেন্ডার 
    বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়াঁ, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, শুশান্ত ত্রিপুরা 
    মিডফিল্ডার 
    জামাল ভুঁইয়া, বিপলু আহমেদ, রবিউল হাসান, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আল আমিন 
    ফরোয়ার্ড 
    সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, রাকিব হোসেন, আরিফুর রহমান