• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    ডিএল মেথড প্রিন্ট করতে না পারায় টি-টেনের ম্যাচ পরিত্যক্ত!

    ডিএল মেথড প্রিন্ট করতে না পারায় টি-টেনের ম্যাচ পরিত্যক্ত!    

    ক্রিকেটে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার ঘটনা মোটামুটি নিয়মিত। আরও অনেক বিচিত্র কারণেও ম্যাচ পন্ড হয়েছে। তবে আবু ধাবিতে আজ টি-টেন লিগে যে কারণে হলো, সেটা বিশ্বাস করতে কষ্টই হবে আপনার। আয়োজকদের কাছে ডাকওয়ার্থ লুইস মেথডের প্রিন্টআউট না থাকায় শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে ম্যাচ। 

    টিম আবু ধাবি ও ডেক্কান গ্ল্যাডিয়েটরসের ম্যাচটা হচ্ছিল শেখ আবু জায়েদ স্টেডিয়ামে। শুরুতে ব্যাট করে আবু ধাবি ১০ ওভারে করে ১১৮ রান। ডেক্কান প্রথম ওভারে ১১ রান তোলার পর প্রথম দফায় বৃষ্টি নামে। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়। এই দফা খেলা হয় ৮ বল, এরপর আবার আসে বৃষ্টি। তবে বেশিক্ষণ থাকেনি। কিন্তু ম্যাচের আয়ু কমে গেছে অনেকখানি। ডিএল মেথডে লক্ষ্য ঠিক হওয়ার কথা ছিল ডেক্কানের। কিন্তু আম্পায়াররা একটু বিভ্রান্ত হয়ে মাঠের পাশে দাঁড়িয়ে ছিলেন। খেলোয়াড়েরাও বুঝতে পারছেন না কেন খেলা শুরু হচ্ছে না। ওদিকে ম্যাচ রেফারির কাছ থেকে কোনো ঘোষণা আসছিল না। কিছুক্ষণ পর পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয় ম্যাচ। কারণটা অবিশ্বাস্য, আয়োজকদের ডিএল মেথডের জন্য কোনো প্রস্তুতি ছিল না আগে থেকে। বৃষ্টির পর নিয়ম অনুযায়ী দুই দলকে ডিএল শিটের প্রিন্টআউট দিতে পারেনি। সেজন্য পরিত্যক্তই হয়ে গেছে ম্যাচ।