• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    আবারও আইসিসির বর্ষসেরা উইমেনস ক্রিকেটার এলিস পেরি

    আবারও আইসিসির বর্ষসেরা উইমেনস ক্রিকেটার এলিস পেরি    

    দ্বিতীয়বারের মত আইসিসির বর্ষসেরা মেয়ে ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিস পেরি। একই সঙ্গে উইমেনস ওয়ানডে ক্রিকেটের বর্ষসেরাও হয়েছেন তিনি। ২০১৭ সালের পর ২০১৯-এ এসে আবারও মেয়েদের ক্রিকেটে শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন পেরি।

    পুরস্কারই বলে দেয়, এ বছরটা দুর্দান্ত কেটেছে পেরির। ২০১৯ সালে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি- অ্যাশেজে একটি এবং ওয়ানডেতে দুটি। ওয়ানডেতে এ বছর তার গড় ৭৩.৫০। তবে টি-টোয়েন্টিতে পেরির ব্যাটিং রীতিমত অবিশ্বাস্য। ২০১৯-এ খেলা ৯ টি-টোয়েন্টিতে তার ব্যাটিং গড় ১৫০!

     

     

    বল হাতেও দুর্দান্ত ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ওয়ানডেতে উইকেট নিয়েছেন ২১টি, টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬টি। দারুণ ধারাবাহিকতায় রেকর্ডও গড়েছেন পেরি। ছেলে বা মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০০ রান এবং ১০০ উইকেটের ডাবল গড়েছেন কেবল তিনিই।

    ওয়ানডের বর্ষসেরা হলেও টি-টোয়েন্টির সেরা পুরস্কারটা পেয়েছেন পেরির সতীর্থ অ্যালিসা হিলি। বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিং।

    নারীদের বর্ষসেরা ওয়ানডে দল

    মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যালিসা হিলি (উইকেটকিপার), স্মৃতি মানধানা, ট্যামি বোমন্ট, স্টেফানি টেলর, এলিস পেরি, জেস জোনাসেন, শিখা পান্ডে, ঝুলন গোস্বামী, মেগান শুট, পুনম যাদব।

    নারীদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল

    মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যালিসা হিলি (উইকেটকিপার), ড্যানিয়েল ওয়েইট, স্মৃতি মানধানা, এলিস পেরি, লিজেল লি, দীপ্তি শর্মা, নিদা দার, মেগান শুট, সাবনিম ইসমাইল, রাধা যাদব।