• বুন্দেসলিগা
  • " />

     

    ডর্টমুন্ডে যোগ দিলেন হালান্ড

    ডর্টমুন্ডে যোগ দিলেন হালান্ড    

    ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ। আর্লিং-ব্রাউট হালান্ডকে দলে নিতে উঠেপড়ে লেগেছিল ইউরোপের বড় ক্লাবগুলো। হালান্ড নিজেই অবশ্য বলেছিলেন, বরুশিয়া ডর্টমুন্ড এবং আরবি লাইপজিগের সাথে দলবদলে কথাবার্তা চলছে তার। শেষ পর্যন্ত সত্য হল হালান্ডের কথাই। মাত্র ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রেডবুল সালজবুর্গ ছেড়ে ডর্টমুন্ডে যোগ দিয়েছেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত জার্মান ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন হালান্ড।

     

     

    ডর্টমুন্ডে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত হালান্ড জানালেন; 'ক্লাবের হর্তাকর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর- সবার সাথে আলাদা করে আলোয়াচনা হয়েছে আমার। ম্যানেজার লুসিয়ান ফাভ্রের সাথেও কথা হয়েছে। সবমিলিয়ে ডর্টমুন্ডে যোগ দিতে পেরে আমি খুবই খুশি।' সালজবুর্গের হয়ে নিজের প্রথম মৌসুমেই সবার নজর কেড়েছেন তিনি।

    চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই গেঙ্কের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ১৯-বছর বয়সী হালান্ড। গ্রুপপর্বে ৮ গোল করেছেন তিনি। সালজবুর্গ চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেও হালান্ড থাকছেন ডর্টমুন্ডের হয়ে। এই মৌসুমে ২২ ম্যাচে হালান্ড গোল করেছেন ২৮টি। নরওয়ের হয়েও অভিষেক হয়েছে তার।