• বুন্দেসলিগা
  • " />

     

    গার্দিওলাকে ঘিরে 'অস্থির' বায়ার্ন?

    গার্দিওলাকে ঘিরে 'অস্থির' বায়ার্ন?    

    মৌসুমের প্রায় অর্ধেক বাকি থাকতেই ঘোষণা দিয়ে ফেলেছেন চুক্তি নবায়ন না করার। এমন প্রেক্ষিতে বায়ার্ন মিউনিখে পেপ গার্দিওলার শেষ সময়টা নানা অস্থিরতার জন্ম দিচ্ছে- এ ধরণের দাবী উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু ক্লাবটির প্রধান নির্বাহী কার্ল হেঞ্জ রুমেনিগে এ ধরণের গুজব উড়িয়ে দিয়ে স্পষ্ট করেই জানিয়ে দিচ্ছেন যে, অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শেষ কার্যদিবস পর্যন্ত কর্তৃপক্ষের তরফে সবধরনের সহযোগিতা পেয়ে যাবেন ৪৫ বছর বয়সী স্প্যানিশম্যান।

     

     

    বায়ার্ন ডিফেন্ডার হলগার বাডস্টুবার সম্প্রতি এক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে ক্লাবের পরিবেশ ‘ইতিবাচক’ বলে দাবী করলেও নাম প্রকাশ না করে অন্য একজন খেলোয়াড় প্রখ্যাত জার্মান ফুটবল ম্যাগাজিন কিকারকে বলেছেন, বায়ার্নের আবহাওয়া এই মুহূর্তে ‘খুব একটা ভালো যাচ্ছে না’। আর সেটার কারণ হিসেবে গার্দিওলাকেই কাঠগড়ায় দাড় করিয়ে ওই বায়ার্ন সদস্য বলছেন, দলের একাধিক খেলোয়াড়কে অন্য সতীর্থদের সামনেই ‘স্থূলকায়’ বলে মন্তব্য করেছেন এই স্প্যানিশ কোচ।

     

    এদিকে আজ শুক্রবার অপর একটি ট্যাবলয়েড বিল্ডও নিজস্ব সূত্রের বরাত দিয়ে বলছে যে কিকারে প্রকাশিত ওই খেলোয়াড়ের দাবীই সঠিক। বিল্ডের খবরে আরও বলা হচ্ছে, গত এপ্রিলে সদলবলে ক্লাব ত্যাগ করা চিকিৎসক হান্স মুলার ওলফার্ট অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ফিরে আসছেন গার্দিওলা যুগ শেষ হবার পর। আর ওলফার্ট চলে যাবার পর থেকে বায়ার্নের খেলোয়াড়দের একের পর ইনজুরিতে পড়ার জন্যও গার্দিওলাকেই দায়ী করছেন অনেকে।

     

    কিন্তু এসব অভিযোগ উড়িয়ে দিয়ে ক্লাবের সিইও রুমেনিগে ‘ম্যাচ-ডে’ ম্যাগাজিনে নিজের কলামে লিখেছেন যে গার্দিওলার শেষ কার্যদিবস পর্যন্ত ক্লাবের নীতিনির্ধারকদের কাছ থেকে সব ধরণের সহযোগিতা তিনি পেয়ে যাবেন। আর শেষ মুহূর্তে যারা গার্দিওলার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন তাদেরকেও সতর্ক করে দিয়েছেন এই কর্মকর্তা। এর আগে গত সপ্তাহে বিল্ডের সাথে আলাপচারিতায় রুমেনিগে গার্দিওলার বিরুদ্ধে ওঠা দায়িত্বে অবহেলার অভিযোগও নাকচ করে দেন।

     

    প্রসঙ্গত, বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা চলতি মৌসুমেও লিগটিতে দ্বিতীয় স্থানে থাকা দলটির থেকে এই মুহূর্তে আট পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। এছাড়া গার্দিওলার শিষ্যরা ইতোমধ্যেই নিশ্চিত করেছে ডিএফবি পোকালের কোয়ার্টার ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট।