বিসিবির অনুরোধে এগিয়ে এলো পাকিস্তান সফরের ওয়ানডে
দুই দফায় দুটি টি-টোয়েন্টি ও এক টেস্ট খেলার পর এই মাসের শেষের দিকে আবারও পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় দফায় পাকিস্তান যাত্রায় এবারে একটি ওয়ানডে এবং দুই টেস্ট সিরিজের শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। তবে এবারে সফরসূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। বিসিবির অনুরোধে এগিয়ে এসেছে সফরের একমাত্র ওয়ানডে। আগে ৩ এপ্রিল করাচির জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও দুইদিন এগিয়ে এখন ১ এপ্রিল একই মাঠে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। যেহেতু পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই সেটির আগে অতিরিক্ত প্রস্তুতির জন্যই বিসিবি সূচিতে পরিবর্তন চেয়েছিল। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে পিসিবি বিষয়টি জানিয়েছে।
২৯ মার্চ পাকিস্তানে পৌঁছানোর পর দুই দিন অনুশীলন করে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলবে বাংলাদেশ। তবে টেস্টের দিন তারিখ অপরিবর্তিতই থাকছে। পূর্ব নির্ধারিত ৫ এপ্রিল থেকেই শুরু হবে হবে সিরিজের শেষ টেস্ট।
বাংলাদেশ দলের পরিবর্তিত পাকিস্তান সফরসূচি
২৯ মার্চ - বাংলাদেশ দল পাকিস্তান পৌঁছাবে
৩০-৩১ মার্চ - অনুশীলন
১ এপ্রিল - একমাত্র ওয়ানডে, করাচি জাতীয় স্টেডিয়াম
২-৪ এপ্রিল - অনুশীলন
৫-৯ এপ্রিল - দ্বিতীয় টেস্ট, করাচি জাতীয় স্টেডিয়াম