• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    উইজডেন-এমসিসির সংক্ষিপ্ত তালিকায় কর্ণফুলীপাড়ের ক্রিকেট

    উইজডেন-এমসিসির সংক্ষিপ্ত তালিকায় কর্ণফুলীপাড়ের ক্রিকেট    

     

    চট্টগ্রামের কর্ণফুলীপাড়ের ফিশারীঘাট। দূর দূরান্ত থেকে সেখানে জেলেদের বড় নৌকা ভেড়ে মাছ নিয়ে। রূপচাঁদার গন্ধে উন্মাতাল এই এলাকা মূলত মৎসজীবীদের প্রাণকেন্দ্র। তবে মাছের বাজারের এই কোলাহলের মধ্যেই চলে ক্রিকেটও। মাঠের মধ্যে ছড়ানো মাছ ধরার জাল, তার মধ্যেই এক টুকরো ২২ গজ না হলেও ১৮ গজ বানিয়ে ফেলেন মৎসজীবিরা। তাদের ক্রিকেট খেলার এমন একটি দুর্দান্ত ছবি মুহূর্তবন্দি করেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী রাজীব রায়হান। যে ছবিটি এবার ঠাঁই পেয়েছে উইজেডেন-এমসিসির বর্ষসেরা আলোকচিত্রের একটি বিশেষ বিভাগের সংক্ষিপ্ত তালিকায়।

     

                                            পুরস্কারজয়ী বেন স্টোকসের সেই ছবি

     

    ‘ক্যাচে-ট্রিস এন্ড নেটস’ শিরোনামে এই বিভাগে ছবি আহবান করা হয়েছিল পেশাদার ও অপেশাদার আলোকচিত্রীদের কাছ থেকে। ক্রিকেট আলোকচিত্রের মধ্যে অন্যতম মর্যাদাপূর্ন এই পুরস্কারে ৬৫০ এর বেশি ছবি জমা পড়ে, সেখান থেকে আটটি ছবিকে রাখা হয়েছে সংক্ষিপ্ত তালিকায়। এর মধ্যে আছে রাজীব রায়হানের এই ছবিও। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে অবশ্য বেন স্টোকসের হেডিংলির সেই মহাকাব্যিক ইনিংসের জয়সূচক রানের পর ছবিটি।