'বায়ার্নের সাথে প্রতারণা করেছেন গার্দিওলা''
বায়ার্ন মিউনিখ ছেড়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দেবার গুঞ্জনটা গত বছরের মাঝামাঝিতে তিনিই প্রথম শুরু করেছিলেন। মাস ছয়েকের ব্যবধানে যখন সেটাই সত্যি হল, সাবেক বায়ার্ন মিডফিল্ডার ডিয়েটমার হামান বলছেন ব্যাপারটা আরও আগেই ক্লাব কর্তৃপক্ষকে না জানিয়ে গার্দিওলা বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সাথে এক প্রকার প্রতারণা করেছেন।
বাভারিয়ানদের সাথে তিন বছরের গাঁটছড়াটা চলতি মৌসুম শেষেই ছিন্ন করতে যাচ্ছেন পেপ- ক্লাবের তরফে এ বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানানো হয় গত বছরের ডিসেম্বরে। আর এই মাসের শুরুতে তাঁর নতুন ঠিকানা হিসেবে ম্যানচেস্টার সিটির নামটিও সবার জানা হয়ে যায়।
ক্লাব ছাড়ার অভিপ্রায়টা কর্তৃপক্ষকে এতো দেরীতে জানিয়ে ৪৫ বছর বয়সী কাতালান কোচ অন্যায় করেছেন বলেই মনে করছেন হামান, “আমার মতে তিনি বায়ার্নের সাথে প্রতারণা করেছেন। এ ধরণের ঘটনা সাধারণত বায়ার্নে ঘটে না। আমি জানি না কর্তৃপক্ষ কিভাবে এটা হতে দিয়েছে। আমার মনে হয় না বায়ার্নে এখন গার্দিওলার প্রতি পুরনো শ্রদ্ধার জায়গাটা আর অটুট থাকবে।”
অথচ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় পেপকে কি দেয়া হয় নি? স্বগতোক্তিটা হামানেরই, “গত দুই বছরে সে যতোটা ক্ষমতা পেয়েছিল ততোটা ইতিপূর্বে বায়ার্নের আর কোন কোচ পায় নি। সম্ভবত কর্তৃপক্ষ নিজেও সেটা বুঝতে পারে নি। ক্লাবে পেপের সমালোচনা রীতিমতো ধর্মের সমালোচনার মতো হয়ে গিয়েছিল। তাঁকে এক প্রকার দরবেশই ভাবা হতো।”
তবে কি ভুল জায়গায় বিনিয়োগ করেছিল বায়ার্ন? “এখনই তেমন কিছু বলবো না। চলতি চ্যাম্পিয়নস লিগই হবে তাঁর চূড়ান্ত পরীক্ষা। যদি গত দু’ বছরের মতো এবারও ইউরোপ সেরার লড়াই থেকে অকালেই ঝড়ে পড়ে বায়ার্ন, তাহলে বলবো এখানে গার্দিওলার যুগটা খারাপ ছিল না বটে, তবে খুব আহামরি কিছুও ছিল না।”