• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    পাকিস্তানের ওয়ানডে অধিনায়কও হলেন বাবর

    পাকিস্তানের ওয়ানডে অধিনায়কও হলেন বাবর    

    পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন আগেই। এবার সরফরাজের আহমেদের কাছ থেকে পাকিস্তানের ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্বও পেলেন বার আজম। সীমিত ওভারে এখন তিনিই পাকিস্তানের অধিনায়ক, আর টেস্টে অধিনায়ক হিসেবে আছেন আজাহার আলী। 

    ২০২০-২১ সালের নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে পিসিবি। জানানো হয়েছে, বাবর আজমের অধিনায়কত্বের ঘোষণাও এসেছে সেখানেই। গত বছর অক্টোবরে টি-টোয়েন্টির অধিনায়ক হন বাবর। এরপর পাঁচটি ২০ ওভারের ম্যাচে টস করেছেন পাকিস্তানের হয়ে, সর্বশেষ দুইটি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছেন। ওয়ানডে দলে খেলছেন বেশ কিছুদিন ধরেই, র‍্যাংকিংয়ে এই মুহূর্তে আছেন তিনে। 

    এদিকে পাকিস্তানের নতুন কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন নাসিম শাহ ও ইফতেখার আহমেদ। বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন নাসিম, তবে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও হাসান আলী।