কাউকে 'চুরি' করবেন না গার্দিওলা
এক দলের দায়িত্বে থাকা অবস্থায় মৌসুমের অর্ধেক বাকি থাকতেই নতুন ঠিকানার ঘোষণা দিয়ে ফেলার ঘটনা বিরলই। আর তাই বায়ার্ন মিউনিখের বর্তমান ও ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ কোচ পেপ গার্দিওলাকে ঘিরে রকমারি খবর প্রায় প্রতিদিনই শিরোনাম হচ্ছে ক্রীড়া গণমাধ্যমগুলোয়। এরই ধারাবাহিকতায় এবার গুঞ্জন উঠেছে, বায়ার্নের সেরা কিছু খেলোয়াড়কে সিটিতে নিয়ে যাবার তোড়জোড় শুরু করেছেন পেপ। তবে এ ধরনের কোনো চেষ্টার কথা সরাসরি অস্বীকার করছেন বায়ার্ন ফরোয়ার্ড আরিয়েন রোবেন।
ডাচ গণমাধ্যম মেট্রোকে দেয়া এক সাক্ষাৎকারে রোবেন নাকচ করে দিচ্ছেন এ ধরণের গুজবকে, “না, সে আমাকে বলে নি তাঁর সাথে সিটিতে যোগ দিতে। আমার মনে হয় না সে এমনটা আদৌ কখনও করবে, সেটার আমার সাথেই হোক কিংবা অন্য কোনো খেলোয়াড়ের সাথে।”
গার্দিওলার প্রস্থান নিয়ে সংবাদ মাধ্যমগুলোর যতো আগ্রহই থাকুক, রোবেনরা মনোযোগ ধরে রাখতে চান মৌসুমটা সাফল্যের সাথে শেষ করার দিকেই, “এই মুহূর্তে আমাদের লক্ষ্য একটাই, চলতি মৌসুমটা যতগুলো শিরোপা সম্ভব জিতে শেষ করতে চাই।”
গার্দিওলার চলে যাওয়ার ব্যাপারটা এখনই মাথায় আনতে চান না ডাচ জাতীয় দলের অধিনায়ক, “এসব নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না, আমি এখনও তাঁর সাথে মাঠে কাজ করে যাওয়াটাই উপভোগ করছি। শেষ ক’টা মাস এই উপভোগের রেশটাই ধরে রাখতে চাই। আশা করছি একাধিক শিরোপা জিতে তাঁকে আমরা সসম্মানেই বিদায় জানাতে পারবো।”
গার্দিওলার কোন গুণটার অভাব বোধ করবেন রোবেন? বায়ার্ন উইঙ্গার জানাচ্ছেন, “খেলাটির প্রতি তাঁর মোহ আর বিপুল পরিমাণ জ্ঞান। এসব পুঁজি করে সে আপনাকে একজন ভালো মানের ফুটবলার বানিয়ে দিতে পারবে। ফুটবল তো কম দিন হল না খেলছি, কিন্তু গার্দিওলা সত্যিই আমাকে ইতিবাচকভাবে অনেকটা বদলে দিয়েছে। তাঁর সাথে কাজ করা শুরু করি ২৯ বছর বয়সে, ততোদিনে আমি আর বাচ্চা নেই। কিন্তু ওই সময়ের পর থেকে আমার খেলায় পরিবর্তনটা যদি ধরতে পারেন তাহলেই বুঝতে পারবেন তিনি কি করার সামর্থ্য রাখেন।”