চলে গেলেন সবচেয়ে বেশি বয়সী প্রথম শ্রেণীর ক্রিকেটার
চলে গেলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রথম শ্রেণীর ক্রিকেটার ভাসান্ত রায়জি। এই বছরের ২৬ জানুয়ারি ১০০ বছরে পা দিয়েছিলেন তিনি। জন্মদিনে শচীন টেন্ডুলকার, সুনিল গাভাস্কার এবং স্টিভ ওয়াহরা তাকে অভিনন্দন জানিয়েছিলেন, দেখা করেছিলেন তার সঙ্গে। শনিবার রাত ২:২০ মিনিটে দক্ষিণ মুম্বাইয়ের ওয়াকেশ্বরে নিজের বাসায় ঘুমের মাঝেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
১৯৩৯ সাল থেকে ১৯৫০ পর্যন্ত সময়ের মাঝে রঞ্জি ট্রফিতে ৯ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন তিনি। ২৩.০৮ গড়ে ৯ ম্যাচে ২৭৭ রান করেছিলেন ভাসান্ত। ১৯৪৪ সালের ডিসেম্বরে মহারাষ্ট্রের হয়ে বারোড়ার বিপক্ষে ম্যাচের দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।
খেলা থেকে অবসর নেওয়ার পর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করেন তিনি। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক একেবারে শেষ করেননি ভাসান্ত। ক্রীড়াক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিদের জীবনী রচনায় মনোনিবেশ করেছিলেন তিনি, যার মাঝে রঞ্জিত সিংজি, দিলিপ সিংজি, সি কে নাইডু এবং ভিক্টর ট্রাম্পারের জীবনী উল্লেখযোগ্য।
ভাসান্ত রায়জির জীবনাবসানের পর বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রথম শ্রেণীর ক্রিকেটার এখন নিউজিল্যান্ডের অ্যালান বারজেস। গত ১ মে ১০০ বছরে পদার্পণ করেছেন এই কিউই ক্রিকেটার। খেলোয়াড়ি জীবনে ১৪ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। যার বেশিরভাগই খেলেছেন ক্যান্টারবারির হয়ে অলরাউন্ডার হিসেবে।