• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    যাহাকে বর্ণবাদী বার্তা পাঠিয়ে গ্রেপ্তার ১২ বছর বয়সী বালক

    যাহাকে বর্ণবাদী বার্তা পাঠিয়ে গ্রেপ্তার ১২ বছর বয়সী বালক    

    ক্রিস্টাল প্যালেস ফুটবলার উইলফ্রেড যাহাকে বর্ণবাদী বার্তা পাঠানোর পর গ্রেপ্তার করা হয়েছে ১২ বছর বয়সী এক বালককে। ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসে ঘটেছে এই ঘটনা। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের দিন সকালে ওই বালকের কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় পাওয়া বার্তাটি যাহা তার টুইটারে শেয়ার করেন। এরপর ভিলা কর্তৃপক্ষও তার পাশে দাঁড়িয়েছিল। 

    ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে এই খবর, "একজন ফুটবলার বেশ কয়েকটি বর্ণাবাদী বার্তা পেয়েছেন বলে আমাদের কাছে খবর ছিল। এরপর যথাযথ তদন্তে শেষে আমরা ১২ বছর বয়সী বালককে গ্রেপ্তার করেছি। বর্ণবাদ সহ্য করা হবে না।"

    আইভরি কোস্টের ফুটবলার যাহাকে ওই বার্তাগুলো পাঠানো হয়েছিল তার ইনস্টাগ্রাম আইডিতে। অপ্রীতিকর বার্তার সঙ্গে তাতে সংযুক্ত করা ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক কেকেকে গ্রুপের লোগোও। এই গ্রুপটি মূলত আফ্রিকান-আমেরিকানদের বিপক্ষে বর্ণবাদী কার্যক্রম পরিচালনার জন্য কুখ্যাত হয়ে আছে।

    জুনে ইংল্যান্ডে আবার প্রিমিয়ার লিগ ফেরার পর থেকেই খেলোয়াড় ও কোচ, রেফারি প্রতি ম্যাচের আগেই বর্ণবাদের বিরুদ্ধে হাঁটু গেঁড়ে প্রতিবাদ জানাচ্ছেন। এর পরও এমন ঘটনার পর অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের ক্লাবের সমর্থক ওই ১২ বছর বয়সীকে আজীবন নিষিদ্ধ করার কথা ভাবছে তারা। এই ঘটনার পর যাহা নিজের ক্লাব প্যালেসসহ, ভিলা ও প্রিমিয়ার লিগ সবাইকে পাশে পেয়েছেন।