• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ২৭ জুলাই থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে প্রিমিয়ার লিগের দলবদলের

    ২৭ জুলাই থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে প্রিমিয়ার লিগের দলবদলের    

    জুলাইয়ের ২৬ তারিখে শেষ হবে প্রিমিয়ার লিগ। এরপর দিন থেকেই ইংল্যান্ডে চালু হয়ে যাবে গ্রীষ্মের দলবদল মৌসুম। সাধারণত জুনের ১ তারিখ থেকে গ্রীষ্মকালিন দলবদলের মৌসুম শুরু হয় ইংল্যান্ডে। তবে ভিন্ন পরিস্থিতিতে সঙ্গত কারণেই নির্ধারত সময়ে শুরু হয়নি এবারের দলবদলের।

    প্রিমিয়ার লিগের দলগুলো অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত দলবদল কার্যক্রম চালিয়ে যেতে পারবে। প্রিমিয়ার লিগ ও ইএফএলের এই সিদ্ধান্ত অবশ্য এখনও ফিফার অনুমোদনের জন্য অপেক্ষা করছে। অক্টোবরের ৮ তারিখের পর ইংল্যান্ডে অবশ্য ১৬ তারিখ পর্যন্ত খোলা থাকবে দলবদলের বাজার। তবে এই সময়ে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিজেদের ভেতর দলবদল করতে পারবে না। ইএএফএল (দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তর)- এর ক্লাবগুলোর সঙ্গে প্রিমিয়ার লিগের দলবদল উন্মুক্ত থাকবে। 

    ২০২০-২১ মৌসুম কবে থেকে শুরু হবে সেটি এখনও নির্ধারণ হয়নি। তবে ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের ১২ তারিখ থেকে শুরু হতে পারে নতুন মৌসুম।