শুমাখারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যামিল্টন
ফরমুলা ওয়ানের ইতিহাসে সবচেয়ে বেশি জয়ের ইতিহাস এবার নতুন করে লিখলেন কিংবদন্তি ব্রিটিশ ড্রাইভার লুইস হ্যামিল্টন। ১২ অক্টোবর আইফেল গ্রাঁ প্রি জিতে আরেক কিংবদন্তি মাইকেল শুমাখারের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি। এবার পর্তুগিজ জিপি জিতে সেই রেকর্ডটি এককভাবে নিজের করে নিয়েছেন তিনি। পর্তুগিজ জিপিতে তার জয়টি ফরমুলা ওয়ান ক্যারিয়ারে তার ৯২ তম জয়।
ইতিহাস গড়ার পর নিজের দলকে ধন্যবাদ জানিয়েছেন হ্যামিল্টন, “আমি এখানে মার্সিডিজ দল এবং কারখানায় যারা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি কখনো ভাবিনি এই পর্যায়ে আসব, এই সাফল্য বুঝে উঠতেও কিছুটা সময় লাগবে।”
হ্যামিল্টনের পর পোডিয়ামে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মার্সিডিজেরই আরেক ড্রাইভার ভালতেরি বোত্তাস, আর তৃতীয় হয়েছেন রেড বুলের ম্যাক্স ভেরস্তাপ্পেন।
প্রিয় প্যাভিলিয়ন পাঠক,
কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।
ধন্যবাদান্তে,
প্যাভিলিয়ন
- 0 মন্তব্য