• ভারতের অস্ট্রেলিয়া সফর
  • " />

     

    অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট শেষেই দেশে ফিরবেন কোহলি

    অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট শেষেই দেশে ফিরবেন কোহলি    

    সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট শেষেই দেশে ফিরবেন বিরাট কোহলি। অ্যাডিলেডের দিবা রাত্রির টেস্ট শেষেই স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকার জন্য ভারতে চলে আসার অনুমতি পেয়েছেন বিসিসিআইয়ের কাছ থেকে। যার মানে মেলবোর্ন, সিডনি ও ব্রিসবেন টেস্টে খেলা হচ্ছে না কোহলির। তার জায়গায় অধিনায়কত্ব করার কথা সহ-অধিনায়ক আজিংকা রাহানের। 

    রোহিত শর্মাকে ডাকা হয়েছে টেস্ট দলে, তবে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ানডে দল থেকে। এর আগে পুরো সফর থেকেই 'বিশ্রাম' মিলেছিল রোহিতের, সেটি নিয়ে যথেষ্ট বিতর্কও হয়েছিল। চোটের জন্য নেই বলা হলেও মুম্বাবিয়ের হয়ে আইপিএলে খেলেছেন রোহিত, খেলার কথা ফাইনালেও। এই মুহূর্তে আমিরাতে বিসিসিআইয়ের পর্যবেক্ষণে আছেন। চোট পাওয়া ইশান্ত শর্মাও আছেন পর্যবেক্ষণে, ম্যাচ ফিট হলে দলের সঙ্গে অস্ট্রেলিয়া যোগ দেবেন।

    টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেছেন কেকেআরের হয়ে নজর কাড়া স্পিনার বরুণ চক্রবর্তী, ডাক পেয়েছেন সানরাইজার্সের পেসার টি নটরাজন। ওয়ানডে দলে ব্যাক আপ কিপার হিসেবে ডাক পেয়েছেন রাজস্থানের সঞ্জু স্যামসন।