• নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
  • " />

     

    টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

    টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম    

    টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম ইকবাল। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, এর মধ্যেই এই সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন নির্বাচকমন্ডলীকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড সিরিজের মধ্যেই দল ঘোষণা করার কথা বাংলাদেশের। 

    এক ভিডিওবার্তায় তামিম বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। এর দুইটি কারণ। প্রথমত, গত বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটের বাইরে আছেন তিনি। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে খেলেননি। এই ফরম্যাটে কিছুটা অনভ্যস্ততা এই সিদ্ধান্তের একটা কারণ। তবে এরপরও তিনি বিশ্বকাপের দলে থাকতেন বলেই মনে করেন। কিন্তু দ্বিতীয়ত, তামিমের কাছে মনে হয় এই তাকে রাখতে গিয়ে কাউকে বাদ দিতে হলে সেটা 'ফেয়ার' হতো না। তিনি চান, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যারা দলে নিয়মিত খেলেছেন তারাই যেন সুযোগ পান। এসব কিছু চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন না, সেটাও পরিষ্কার করে বলেছেন।

    প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সিরিজে টি-টোয়েন্টিতে ওপেনিং করেছিলেন সৌম্য-নাঈম। নিউজিল্যান্ড সিরিজের দলে আছেন লিটন।