ইয়াসিনের গোলে ভারতের সঙ্গে জয়ের সমান ড্র পেল দশজনের বাংলাদেশ
সুনীল ছেত্রীর গোলে এগিয়ে গিয়েছিল ভারত। এরপর বিশ্বনাথ ঘোষ লাল কার্ড দেখায় দশ জনের দল হয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই দশ জন নিয়েই গোল শোধ করে দিল বাংলাদেশ, ইয়াসিন আরাফাতের সেই গোলে ভাতের বিপক্ষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।
২৭ মিনিটে উদান্তা সিংয়ের কাটব্যাক থেকে শট করে ভারতকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। তার ঠিক পরেই গোল করার সুবর্ণ একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু কাজে লাগাতে পারেননি বিপলু আহমেদ। এরপর রাকিব পরীক্ষা নিয়েছিলেন ভারত গোলরক্ষকের, কিন্তু শেষ পর্যন্ত গোল হয়নি। উল্টো ৫৪ মিনিটে বিশ্বনাথ ঘোষ লাল কার্ড দেখলে দশ জনের দল হয়ে যায় বাংলাদেশ। লিংকন কোলাসোকে গোলস্কোরিং অবস্থায় বিশ্বনাথ ফেলে দিলে লাল কার্ড দেখান রেফারি।
তবে দশ জন নিয়েও লড়াই চালিয়ে যেতে থাকে বাংলাদেশ। জামাল ভুঁইয়ার কর্নারটা কর্নারটা দিক বদলে যায় ইয়াসিনের কাছে, ডাইভিং হেডে গোল করে দলকে আনন্দে ভাসিয়েছেন এই ডিফেন্ডার। শেষ দিকে চেষ্টা করেও আর গোল পায়নি ভারত। মালেতে উপস্থিত বাংলাদেশীরা তাই ফিরে গেছেন জয়ের সমান এই ড্রয়ের সুখস্মৃতি নিয়ে।,