• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    ২০২২ বিশ্বকাপ বাছাই- মূল পর্বে যেতে কার সামনে সহজ সমীকরণ, কার কঠিন

    ২০২২ বিশ্বকাপ বাছাই- মূল পর্বে যেতে কার সামনে সহজ সমীকরণ, কার কঠিন    

    ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের খেলা শুরু হচ্ছে বৃহঃস্পতিবার। ইউরোপ অঞ্চল থেকে বাছাই পর্ব থেকে কোয়ালিফাই করে সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে দশটি দল,বাকি তিনটি দল নির্ধারণ হবে দুইটি পৃথক প্লে-অফের মাধ্যমে। এরই মধ্যে সরাসরি জার্মানি ও ডেনমার্ক কেটে ফেলেছে বিশ্বকাপের টিকেট। বাকি ৮টি বাছাইয়ের জন্য এখনো খেলতে হবে ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডসের মত ইউরো জায়ান্টদের; এছাড়াও প্লে অফের ১২টি স্লটের জন্যও লড়বে অনেকে। দেখে নেওয়া যাক কাদের জন্য বিশ্বকাপের টিকেট কাটা সময়ের অপেক্ষা মাত্র; আর কাদের জন্য অপেক্ষা করছে ঘাম ছোটানো চ্যালেঞ্জ

     

    গ্রুপ এ- সার্বিয়া, পর্তুগাল, লুক্সেমবার্গ, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, আজারবাইজান

    সমীকরণ খুব সহজ, রবিবার সার্বিয়া-পর্তুগালের মুখোমুখিতে যে দল জিতবে, সরাসরি সে দল চলে যাবে বিশ্বকাপে; আর অন্য দলটিকে খেলে আসতে হবে প্লে অফ। বাকি তিন দলেরই এবারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ

     

    গ্রুপ বি- সুইডেন, স্পেন, গ্রিস, জর্জিয়া, কসোভো 

    স্পেনের জন্য সরাসরি বাছাই হিসেবে যাওয়াটা একটু কঠিন হলেও অসম্ভব কিছু নয়। নেশনস লিগের ফাইনাল খেলায় অন্তত প্লে-অফের একটি স্পট তাদের জন্য নিশ্চিত থাকছে। গ্রুপের শীর্ষে থাকা সুইডেন স্পেনের চাইতে এগিয়ে দুই পয়েন্টে, রবিবারে একে অপরের মুখোমুখি হওয়াসহ দুই দলেরই হাতে বাকি দুটি করে ম্যাচ। এই দুই ম্যাচ থেকে সুইডেনের প্রয়োজন চার পয়েন্ট; স্পেনের প্রয়োজন দুই জয়। অবশ্য রবিবারে সুইডেন-স্পেন ম্যাচের আগে আজ রাতেই হয়ে যেতে পারে ভাগ্য নির্ধারণ যদি সুইডেন আজ জর্জিয়ার সঙ্গে জেতে; আর স্পেন যদি হেরে যায় গ্রিসের সঙ্গে। আর সুইডেন কোন ম্যাচে হোঁচট খেলে এবং স্পেন দুটি ম্যাচ জিতলে স্পেনই সরাসরি চলে যাবে বিশ্বকাপে, আর সুইডেনকে খেলতে হবে প্লে অফ। গ্রিসের জন্য সরাসরি বাছাইয়ের সুযোগ নেই, প্লে অফ খেলার সুযোগ আছে, তবে তাদের তাকিয়ে থাকতে হবে সুইডেন-স্পেনের ম্যাচের ফলাফলের জন্য। সঙ্গে নিজেদের বাকি দুটি ম্যাচ তো জিততে হবেই।

     

    গ্রুপ সি- ইতালি, সুইজারল্যান্ড, বুলগেরিয়া, নরদার্ন আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া

    তিন দলই আছে বাতিলের খাতায় সুইজারল্যান্ড আর ইতালি ছাড়া; একদল সরাসরি যাবে বিশ্বকাপে আর আরেকদলকে খেলতে হবে প্লে অফ। দুইদলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে ইতালি, ফলে তাদের শুক্রবারের ম্যাচটিই মূলত নির্ধারণ করে দিবে এই গ্রুপের ভাগ্য। 

     

    গ্রুপ ডি- ফ্রান্স, ইউক্রেন, ফিনল্যান্ড, বসনিয়া-হার্জেগোভিনা, কাজাখস্থান

    কাজাখস্থান বাদে বাকি সবদলেরই আছে বিশ্বকাপে সরাসরি যাওয়ার সুযোগ। ফ্রান্স অবশ্য সবার থেকে অনেক এগিয়ে, পেছনে থাকা ইউক্রেন এক ম্যাচ বেশি খেলেও পিছিয়ে তিন পয়েন্টে। কাজাখস্থানকে হারালেই চলবে ফ্রান্সের, আর ফিনল্যান্ড-বসনিয়া ম্যাচ ড্র হলে এক পয়েন্টেই চলবে লে ব্লুজদের। তবে হেরে গেলে হতে পারে বিপত্তি, সেক্ষেত্রে ফিনল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচ হয়ে দাঁড়াবে ‘ডু অর ডাই’। অবশ্য ইউক্রেন, ফিনল্যান্ড মূলত খেলবে প্লে-অফে জায়গা পাকাপোক্ত করার জন্যই।

     

    গ্রুপ ই- বেলজিয়াম, চেক রিপাবলিক, ওয়েলস, এস্তোনিয়া, বেলারুস

    এই গ্রুপের সমীকরণ বেশ চমকপ্রদ। বেলজিয়াম আর চেকরা গ্রুপের শীর্ষে থাকলেও তৃতীয় হয়ে প্লে অফে যাওয়ার সুযোগ আছে ওয়েলসের সামনে যদি ফ্রান্স কিংবা স্পেনের কেউ নিজেদের গ্রুপে প্রথম বা দ্বিতীয় হয়ে শেষ করে। আর দ্বিতীয় হয়ে শেষ করলে তো কথাই নেই, প্লে অফ নিশ্চিত হবে তাদের। সরাসরি বিশ্বকাপে যাবার ক্ষীণ সুযোগও আছে, সেক্ষেত্রে হারাতে হবে বিশ্ব র‍্যাংকিংয়ের এক নাম্বার দল বেলজিয়ামকে, আর বেলজিয়ামকে হারতে হবে এস্তোনিয়ার কাছে। 

    বেলজিয়ামের হাতে আছে দুটি ম্যাচ, একটিতে জিতলেই নিশ্চিত বিশ্বকাপের টিকেট। প্লে অফ নিশ্চিত করার জন্য চেকদের সবশেষ ম্যাচ জিততেই হবে, কেননা গ্রুপে তৃতীয় হলে ওয়েলসের মত প্লে অফে যাবার সুযোগ নেই তাদের সামনে

     

    গ্রুপ এফ- ডেনমার্ক, স্কটল্যান্ড, ইসরায়েল, অস্ট্রিয়া, ফ্যারো আইল্যান্ড, মলদোভা

    আট ম্যাচের আটটি জিতে এরই মধ্যে বিশ্বকাপের টিকেট নিজেদের করে নিয়েছে ডেনমার্ক। অন্যদিকে ফ্যারো আর মলদোভা বাদ পরে যাওয়ায় একটি প্লে অফ স্পটের জন্য এখন লড়াই হবে ত্রিমুখী। স্কটল্যান্ড আছে সবচেয়ে এগিয়ে, সেক্ষেত্রে শুক্রবার মলদোভাকে হারালেই চলবে। আর ইসরায়েল অস্ট্রিয়ার সঙ্গে হেরে গেলে অবশ্য আর কোন প্রতিযোগিতারই প্রয়োজন পড়বে না। আর এই সমীকরণ না মিললে শেষ ম্যাচে ডেনমার্ককে অবশ্যই হারাতে হবে স্কটিশদের

     

    গ্রুপ জি- নেদারল্যান্ডস, নরওয়ে, তুরস্ক, মন্টেনেগ্রো, লাটভিয়া, জিব্রালটার

    হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে নেদারল্যান্ডস আর নরওয়ের ভেতরে। গ্রুপের শীর্ষে থাকলেও নেদারল্যান্ডসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নরওয়েইজিয়ানরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা, তবে তার আগেই ডাচরা বিশ্বকাপ যাত্রার সুযোগ পেয়ে যেতে পারে যদি তারা মন্টেনেগ্রোকে হারায় আর লাটভিয়ার সঙ্গে হেরে যায় নরওয়ে। দুই দলই নিজেদের ম্যাচ জিতলে বিশ্বকাপ ভাগ্য এসে পড়বে নিজেদের হাতেই, যে জিতবে সেই চলে যাবে মূল পর্বে। তুরস্কের সামনেও সুযোগ আছে প্লে অফে যাবার, তবে সেজন্য বাকি দুই ম্যাচ জিতে তাকিয়ে থাকতে হবে অন্য দুই দলের দিকে

     

    গ্রুপ এইচ- রাশিয়া, ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, মাল্টা, সাইপ্রাস

    এই গ্রুপে প্রতিযোগিতায় টিকে আছে রাশিয়া এবং ক্রোয়েশিয়াই। রবিবার মুখোমুখি লড়াইয়ে নির্ধারণ হয়ে যাবে কে যাবে সরাসরি, আর কাকে খেলতে হবে প্লে অফ

     

    গ্রুপ আই- ইংল্যান্ড, পোল্যান্ড, আলবেনিয়া, হাঙ্গেরি, অ্যান্ডোরা, স্যান ম্যারিনো

    আলবেনিয়াকে শুক্রবার হারালে বা ড্র করলে ইংল্যান্ড সরাসরি বিশ্বকাপ টিকেট পেয়ে যাবে, যদি অন্যদিকে পোল্যান্ড হেরে যায় অ্যান্ডোরার সঙ্গে। আর তা না হলে শেষ ম্যাচে স্যান ম্যারিনোর সঙ্গে জিতলেই চলবে থ্রি লায়ন্সদের। ইংল্যান্ড থেকে তিন পয়েন্ট পিছিয়ে পোল্যান্ড, তাদের লক্ষ্য থাকবে সরাসরি সুযোগ না পেলেও আলবেনিয়াকে বিদায় করে এই গ্রুপের প্লে অফ স্পটটি নিজের করে নিতে।

     

    গ্রুপ যে- জার্মানি, রোমানিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, আরমেনিয়া, আইসল্যান্ড, লিখটেনস্টাইন

    বিশ্বকাপে নিজেদের জায়গা করে নিয়েছে আরো তিন সপ্তাহ আগে। এই গ্রুপ থেকে প্লে অফ স্পটের জন্য তাই লড়াই করতে হবে লিখটেনস্টাইন ছাড়া বাকি সবাইকেই। রোমানিয়া এক পয়েন্টে এগিয়ে নর্থ ম্যাসেডোনিয়া ও আরমেনিয়া থেকে, তবে শেষ দুই ম্যাচের ফলাফল ছাড়া কিছুই বলা যাচ্ছে না কার ভাগ্যে থাকছে একমাত্র প্লে অফ স্পট।