বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২১৫ রানে থেমেছে আফগানিস্তান
১ম ওয়ানডে, চট্টগ্রাম (টস-আফগানিস্তান/ব্যাটিং)
আফগানিস্তান- ২১৫, ৪৯.১ ওভার (নাজিবুল্লাহ ৬৭, রহমত ৩৪, হাশমতউল্লাহ ২৮, মোস্তাফিজ ৩/৩৫, শরিফুল ২/৩৮, সাকিব ২/৫০)
টসে জিতে ব্যাটিং নিয়েও আফগানিস্তানের শুরুটা মনমত হয়নি। দ্বিতীয় ওভারেই মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ। তাসকিন আহমেদের করা ৬ষ্ঠ ওভারে আরেক ওপেনার ইব্রাহিম জাদরানের সহজ ক্যাচ ফেলে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। জীবন পেয়েও অবশ্য শরিফুল ইসলামের শিকার হয়ে তিনি ফেরেন ১৯ রান করে। ২২তম ওভারে গিয়ে তাসকিনের ভাগ্য খোলায় কপাল পুরে ৩৪ রান করে উইকেটে থিতু হয়ে যাওয়া রহমত শাহের। ২৫ ওভারের মাথায় ৩ উইকেট হারিয়ে আফগানিস্তন তুলতে পারে ৮৬ রান।
ধুঁকতে থাকা আফগানিস্তান এরপর আরও বিপদে পড়ে উইকেটে থিতু হওয়া আরেক ব্যাটার হাশমতউল্লাহ শহীদির বিদায়ে। এরপর আফগানদের পাল তুলে ধরেন নাজিবুল্লাহ জাদরান। এক প্রান্ত আগলে রেখে রান তুলেছেন দ্রুত গতিতে। তবে সঙ্গ পাননি তেমন কারও। গুলবদিন নাঈবের সাথে জুটি গড়ে যখন দলকে ২৫০-পেরুনো সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন তখনই সাকিব আল হাসান এসে হানলেন জোড়া আঘাত, ফেরালেন গুলবদিন ও রশিদ খানকে। এর আগেই অবশ্য ৭০ বলে নিজের ফিফটি পূর্ণ করেছিলেন নাজিবুল্লাহ।
মোস্তাফিজ-শরিফুলের তোপে অবশ্য শেষ চার ওভারে তেমন একটা সুবিধা করতে পারেননি আফগানরা। গিয়ার পাল্টাতে গিয়ে থামেন নাজিবুল্লাহ; শরিফুলের গুড লেংথের বল মাঠছাড়া করতে গিয়ে লং অনে মাহমুদউল্লাহর ক্যাচে থামেন ৬৭ রানে। শেষ ওভারের প্রথম বলেই মোস্তাফিজ তার তৃতীয় শিকারের দেখা পেলে আফগানিস্তান তাই থামে ২১৫ রানে।