• এশিয়া কাপ
  • " />

     

    লঙ্কানদের নিয়ে ছিনিমিনি খেলে আফগানিস্তানের দাপুটে সূচনা

    লঙ্কানদের নিয়ে ছিনিমিনি খেলে আফগানিস্তানের দাপুটে সূচনা    

    এশিয়া কাপ, গ্রুপ পর্ব, দুবাই (টস-আফগানিস্তান, ফিল্ডিং)
    শ্রীলঙ্কা- ১০৫, ১৯.২ ওভার (রাজাপাকসা ৩৮, করুনারত্নে ৩১, গুনাতিলাকা ১৭, ফারুকী ৩/১১, নবী ২/১৪, মুজিব ২/২৪)
    আফগানিস্তান- ১০৬/২, ১০.১ ওভার (গুরবাজ ৪০, জাযাই ৩৭*, হাসারাঙ্গা ১/১৯)
    ফলাফল: আফগানিস্তান ৮ উইকেটে জয়ী

     

    শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের পর্দা আফগানিস্তান নামাল দোর্দণ্ড প্রতাপে। দুর্দান্ত বোলিং পারফর্ম্যান্সে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করার পরে রহমানউল্লাহ গুরবাজ-হযরতউল্লাহ জাযাইয়ে অনায়াসে লক্ষ্য তাড়া করেছে আফগানিস্তান।

    ১০৬ রানের লক্ষ্যে শুরু থেকেই গুরবাজ এমনভাবে ব্যাট চালাতে লাগলেন যেন দ্রুত বাড়ি ফিরতে হবে। জাযাইয়ের সাথে জুটি বেঁধে পাওয়ারপ্লের শেষ ওভারে তো চামিকা করুনারত্নের ওপর চড়াও হয়ে নিলেন ২১ রান; পাওয়ারপ্লেতে দুজন মিলে তুলেছিলেন ৮৩ রান! পাওয়ারপ্লের পরের বলেই ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হয়ে ফিরলেও ১৮ বলে ৪০ রানের ইনিংসে জয় প্রায় নিশ্চিত করেই ফিরেছেন গুরবাজ। বাকি পথটুকু অনায়াসে আফগানিস্তান পাড়ি দিয়েছে জাযাইয়ের ২৮ বলে ৩৭* রানে।

    এর আগে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল একেবারে আফগানিস্তানের বিপরীত। প্রথম ওভারেই ফজলহক ফারুকীর জোড়া আঘাতের পর নাভিন-উল-হকের শিকার হয়ে পাথুম নিসাঙ্কা ফিরলে ৫ রানেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। যদিও স্নিকোতে কোনও স্পাইকের দেখা না মিললেও কীসের ভিত্তিতে টিভি আম্পায়ার নিসাঙ্কাকে আউট দিলেন সেটা ঠিক বোঝা যায়নি। সেই ধাক্কা কাটিয়ে দানুশকা গুনাতিলাকা-ভানুকা রাজাপাকসা জুটি পাওয়ারপ্লেতে দলকে নিয়ে যায় ৪১ রানে।

    পাওয়ারপ্লের পরে আফগানরা যেন আরও মাথাচাড়া দিয়ে উঠল। গুনাতিলাকাকে ফেরানোর পরে ৩৮ রানে থাকা রাজাপাকসাকেও ফেরালেন মুজিব। মুজিবের সাথে জুটী বেঁধে রশিদ, নবীরা কোণঠাসা করে ফেলে লঙ্কানদের। মাঝে হাস্যকরভাবে টানা দুই বলে রান-আউটের নজির গড়ে ৬৯ রানে ৮ উইকেট খুইয়ে বসে শ্রীলঙ্কা। ৭৫ রানের মাথায় নবী তার দ্বিতীয়  উইকেট নিলে শতরানের নিচেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল শ্রীলঙ্কা ড্রেসিং রুমে। করুনারত্নের ৩১ রানে শতরান পেরুলেই ১০৫ রানেই থামে শ্রীলঙ্কা। দিন শেষে যেই লক্ষ্য হেসেখেলে পার করে আফগানরা বার্তা দিয়ে রেখেছে এবার বড় কিছু করে দেখানোর।