• " />

     

    আর কখনো খেলবেন না শারাপোভা?

    আর কখনো খেলবেন না শারাপোভা?    

     

    ডোপ পরীক্ষায় ‘পজিটিভ’ হওয়া প্রমীলা টেনিসের সাবেক শীর্ষ তারকা মারিয়া শারাপোভাকে টেনিস কোর্টে আর না-ও দেখা যেতে পারে, এমন আশংকা প্রকাশ করেছেন রাশিয়ার টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট শামিল তারপিশেভ।

     

    স্থানীয় এক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে মি. তারপিশেভ বলেছেন, শারাপোভা ভবিষ্যতে আর কোনো টুর্নামেন্ট খেলতে পারবেন কিনা সেটা নিয়ে ‘যথেষ্ট সন্দেহ’ আছে। তিনি এ-ও বলেন যে, শারাপোভা বেশ ‘বাজে অবস্থা’র মধ্যে রয়েছেন।

     

     

     

     

    এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলাকালে ডোপ টেস্টে ‘পজিটিভ’ প্রমাণিত হন ২৯ বছর বয়সী এই রুশ টেনিস তারকা। এরপর গত মার্চে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিষয়টি স্বীকার করেন তিনি। জানান যে  ২০০৬ সাল থেকে স্বাস্থ্যগত কারণে যে মেল্ডোনিয়াম নিয়ে আসছেন, সেটির জন্যই পজিটিভ হয়েছেন। শারাপোভার দাবি ছিল, এই উপাদানটি তিনি ১০ বছর থেকে নিচ্ছেন। কিন্তু ১ জানুয়ারি যে সেটি নিষিদ্ধ হয়েছে সেটা জানতেন না।

     

     

    এরপর একই মাসের ১২ তারিখ আন্তর্জাতিক টেনিস ফেডারশন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী শারাপোভাকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে।

     

     

    এদিকে শারাপোভার ভবিষ্যৎ নিয়ে দেয়া বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হওয়া শুরু হতে না হতেই এর ব্যাখ্যা দিয়েছেন তারপিশেভ। তাঁর দাবী, উদ্ভুত পরিস্থিতিতে শারাপোভার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে- এমন কিছু তিনি বলেন নি, “আমি শুধু বলেছি যে সে এই মুহূর্তে খেলতে পারছে না যেহেতু তাঁর বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরণের নির্দেশনা দেওয়া হয় নি।”