• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    প্যাভিলিয়নের চোখে বিশ্বকাপের সেরা একাদশ

    প্যাভিলিয়নের চোখে বিশ্বকাপের সেরা একাদশ    

    শেষ হলো প্রায় মাস দেড়েকের ক্রিকেট উৎসব। ভারতে পর্দা নামল ১৩-তম ওয়ানডে বিশ্বকাপের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখ ২০ হাজার স্বাগতিক দর্শকের সামনে ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। তুলে ধরা হলো না ভারতের তৃতীয় বিশ্বকাপ।

    আহমেদাবাদের এই ফাইনালে আসার আগ পর্যন্ত দুই সেমিফাইনাল-সহ গ্রুপ পর্বের মোট ৪৭ ম্যাচে দেখা গেছে দারুণ কিছু পারফর্ম্যান্স। বিরাট কোহলি-মোহাম্মদ শামিরা যেমন অভিজ্ঞতার ঝলক দেখিয়েছেন, তেমনি রাচিন রবীন্দ্র-জেরাল্ড কোটজিয়ার মতো তরুণরাও দিয়েছেন নিজেদের আগমনী বার্তা। টুর্নামেন্টের বেশিরভাগ খেলতে না পারলেও সেমিফাইনাল-ফাইনালে ঠিকই সেরা ক্রিকেটটা খেলেছেন ট্রাভিস হেড। সব মিলিয়ে সেখান থেকেই প্যাভিলিয়ন বেছে নিয়েছে এবারের বিশ্বকাপের সেরা একাদশ ।