• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    দুর্দান্ত শান্ততে তৃতীয় দিনটা বাংলাদেশের

    দুর্দান্ত শান্ততে তৃতীয় দিনটা বাংলাদেশের    

    ১ম টেস্ট, বাংলাদেশ-নিউজিল্যান্ড, সিলেট (টস-বাংলাদেশ/ব্যাটিং)
    বাংলাদেশ - ৩১০ ও ২১২/৩, ৬৮ ওভার (শান্ত ১০৪*, মুশফিক ৪৩*, মুমিনুল ৪০, আজাজ ১/৯৪)
    নিউজিল্যান্ড - ৩১৭, ১ম ইনিংস
    ৩য় দিন, স্টাম্পস


     

    সিলেটে তৃতীয় দিনে রাজত্ব করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের হয়ে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি পেলেন, বাংলাদেশের টেস্টের ইতিহাসেই যা প্রথম। শান্তর অনবদ্য সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে তাই চালকের আসনে বাংলাদেশ।

    অবশ্য বল হাতে দিনের শুরুটা ভাল হয়নি বাংলাদেশ। সাউদি-জেমিসন জুটি বাংলাদেশকে ভুগিয়েছে বেশ; আগের দিন লিডের আশা দেখলেও সেটা আর হয়ে ওঠেনি স্বাগতিকদের জন্য। দুজনের ৫২ রানের জুটিতে লিড চলে এলে সেই জুটি ভাঙে মুমিনুলের বদৌলতে। জেমিসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে থামানোর পর ওই ওভারে সাউদির স্টাম্প উপড়ে ফেলেন মুমিনুল। ওই সেশনে বাংলাদেশ কোনও উইকেট না হারিয়ে পার করে দিলেও পরের সেশনে দ্রুতই ফিরে যায় দুই ওপেনার। আজাজের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ১৭ রানে জাকির ফিরলে রান আউটের শিকার হয়ে ৮ রানে থামেন মাহমুদুল। পরে মুমিনুলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর যাত্রাটা শুরু করে দেন অধিনায়ক শান্ত।

    ১১১ রানে দুজনে মিলে চা-বিরতিতে গেলে মুমিনুলের দেখা মিলেছিল আপন ছন্দে। তবে শান্তর সাথে চরম ভুল বুঝাবুঝিতে ৪০ রানে রান আউট হয়ে ফিরতে হয় তাকে। এরপর অবশ্য সেটা ঘুচাতেই যেন উঠেপড়ে লাগলেন শান্ত। এমন নয় যে ইনিংসের পুরোটাই স্বচ্ছন্দে পার করেছেন। তবে বোলারকে যোগ্য সমান দিয়ে, কঠিন সময়ে দাঁতে দাঁত চেপে লড়ে শেষ বিকেলে ক্লান্ত হয়ে আসা বোলারদের খারাপ বলগুলো কাজে লাগিয়েছেন দারুণভাবে। সাথে মুশফিকও এদিন দিয়েছেন যোগ্য সঙ্গ। নব্বইয়ের ঘরে গিয়ে সাউদির মিডিয়াম পেসটা অবশ্য ভীতি সঞ্চার করেছিল। তবে সেই অধ্যায়টাও বুঝেশুনে পার করে ঠিকই সেঞ্চুরি বের করে ফেলেন শান্ত। নিজের ৫ম টেস্ট সেঞ্চুরি দিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় লিখলেন তিনি। আর তাতেই তৃতীয় দিন শেষে টেস্টে এগিয়ে বাংলাদেশ।