• অন্যান্য
  • " />

     

    কোথায়, কোন ফরম্যাটে ২০২৫ ও ২০২৭ এশিয়া কাপ

    কোথায়, কোন ফরম্যাটে ২০২৫ ও ২০২৭ এশিয়া কাপ    

    এশিয়া কাপের পরবর্তী দুই আসর হতে যাচ্ছে দুটো ভিন্ন ফরম্যাটে। ২০২৫ এশিয়া কাপ হতে যাচ্ছে ভারতে, টি-টোয়েন্টি ফরম্যাটে আর ২০২৭ এশিয়া কাপ হতে যাচ্ছে বাংলাদেশে, ওয়ানডে ফরম্যাটে।

    ২০১৬ সালে প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হয়েছিল। সেবার বাংলাদেশ ফাইনালে উঠলেও হেরেছিল এই ভারতের কাছেই। সেই বছর থেকেই আসন্ন আইসিসি বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী নির্ধারিত হয়ে আসছে এশিয়া কাপের ফরম্যাট। এবারও তার ব্যত্যয় ঘটেনি।

    ২০২৬ সালে শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটার কথা মাথায় রেখেই ভারতের এশিয়া কাপ সাজানো হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অন্যদিকে ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। এটার প্রস্তুতির জন্যই বাংলাদশে অনুষ্ঠেয় এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে।

    সেই ২০১৬ সালে শেষ এশিয়া কাপ হয়েছিল বাংলাদেশে। সেবার ফাইনাল খেলা বাংলাদেশ এগারো বছর পর নিজ দেশে খেলার সুযোগ পাচ্ছে। সেবারের দুঃখ ভুলে এবার বাংলাদেশ তাই চাইবে প্রথমবারের মতো এই শিরোপা উঁচিয়ে ধরতে।