অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের স্পন্সর প্রাইম ব্যাংক
শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আর এই সফরে স্পন্সর হিসেবে থাকছে প্রাইম ব্যাংক। দীর্ঘদিন ধরেই দেশের ক্রিকেটের সাথে যুক্ত প্রাইম ব্যাংক, বিসিবির সাথে কাজ করেছে স্কুল ক্রিকেট নিয়ে। এবার প্রথমবারের মতো যুক্ত হলো অনূর্ধ্ব ১৭ দলের সাথে।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এ ব্যাপারে বলেন, 'আমি গর্ব করে বলতে পারি, ক্রিকেট প্রাই ব্যাংকের গর্বের জায়গা। এই কারণে আমরা বিসিবির বয়সভিত্তিক ও গেম ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে সম্পৃক্ত থাকি, যা দেশকে দীর্ঘমেয়াদে পেশাদার ক্রিকেটার গড়ে তুলতে সহায়তা করবে। এই চেষ্টার মাধ্যমে যদি একজন দক্ষ ক্রিকেটারও মাঠ পর্যায় থেকে উঠে গিয়ে জাতীয় দলে খেলতে পারে, সেটিই হবে দেশ ও জাতির জন্য আমাদের সবচেয়ে বড় উপহার।”
বৃহস্পতিবার ঢাকা ছাড়বে অনূর্ধ্ব ১৭ দল। এই সফরে খেলবে তিনটি এক দিনের ম্যাচ ও দুইটি তিন দিনের ম্যাচ।