• প্যারিস অলিম্পিক
  • " />

     

    গোলশূন্য গেল ইউক্রেন-আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধ

    গোলশূন্য গেল ইউক্রেন-আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধ    

    হাফ টাইম: ইউক্রেন ০-০ আর্জেন্টিনা


     

    এই ম্যাচের ওপরেই নির্ভর করছে আর্জেন্টিনার গ্রুপের ভাগ্য। ম্যাচ শুরুর আগে চার দলেরই পয়েন্ট ছিল ৩, তাই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে সবারই।

    তাই শুরু থেকেই নিজেদের খেলা গুছিয়ে নিতে সময় নেয় দুই দল। ৮ মিনিটের মাথায় গোলমুখে আলমাদা শট নিলেও বাধা হয়ে দাঁড়ান ইউক্রেন গোলকিপার ফেসিয়ান। আস্তে আস্তে ম্যাচে কর্তৃত্ব স্থাপন করতে থাকা আর্জেন্টিনা গোলের কাছাকাছি চলে গিয়েছিল ১৪ মিনিটের মাথায়। তবে সেবারও হুলিয়ান আলভারাজকে প্রতিহত করেন ইউক্রেন গোলকিপার।  ২২ মিনিটের মাথায় দারুণভাবে সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি মেদিনা।

    ম্যাচ ক্রমেই জমে উঠতে থাকলে ইউক্রেনও সুযোগ তৈরি করতে থাকে। তবে সেই অর্থে গোলমুখে সুবিধা করে উঠতে পারে উঠছিল না তারা, তবে রক্ষণে তারা ছিল অটুট। এরই মাঝে প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টিনা মরণকামড় দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। গোলমুখে দারুণ এক শট নিয়েও আবারও সেই ফেসিয়ানের বাধায় পর্যুদস্ত হন আলভারেজ। প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্য অবস্থায়।