ইউক্রেনকে হারিয়ে পরের রাউন্ডে আর্জেন্টিনা
ফুল টাইম: ইউক্রেন ০-২ আর্জেন্টিনা
প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে নাটকের পর শেষ আটে যাওয়া নিয়ে যেই শঙ্কা ছিল, সেটা তুড়ি মেরে উড়িয়েই শেষ আটে আর্জেন্টিনা। থিয়াগো আলমাদা ও ক্লদিও এচেভেরির গোলে জয় পেলেও অন্যদিকে মরক্কো ৩-০ গোলে জয় পাওয়ায় গ্রুপ রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা।
দ্বিতীয় অর্ধ থেকে আরও চেপে বসে আর্জেন্টিনা। সেটার সুবাদে ৪৭ মিনিটের মাথায় গোল পেয়ে যান থিয়াগো আলমাদা। তবে ৫০ মিনিটের মাথায় মিখাইলেঙ্কো প্রতি আক্রমণে যেয়ে গোল বের করার চেষ্টা করলে তাকে প্রতিহত করেন মেদিনা। ক্রিস্কিভ এরপর গোলমুখে প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন সমানে। অন্যদিকে আলভারেজও পেতে পারতেন গোল যদি না গোলকিপার আবারও তাকে প্রতিহত করত।
তবে সব বাধা পেরিয়ে যোগ করা সময়ে গোল পান এচেভেরি। জয় নিশ্চিত করেই দলকে পরের রাউন্ডে নিয়ে যান তিনি।
এর আগে শুরু থেকেই নিজেদের খেলা গুছিয়ে নিতে সময় নেয় দুই দল। ৮ মিনিটের মাথায় গোলমুখে আলমাদা শট নিলেও বাধা হয়ে দাঁড়ান ইউক্রেন গোলকিপার ফেসিয়ান। আস্তে আস্তে ম্যাচে কর্তৃত্ব স্থাপন করতে থাকা আর্জেন্টিনা গোলের কাছাকাছি চলে গিয়েছিল ১৪ মিনিটের মাথায়। তবে সেবারও হুলিয়ান আলভারাজকে প্রতিহত করেন ইউক্রেন গোলকিপার। ২২ মিনিটের মাথায় দারুণভাবে সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি মেদিনা।
ম্যাচ ক্রমেই জমে উঠতে থাকলে ইউক্রেনও সুযোগ তৈরি করতে থাকে। তবে সেই অর্থে গোলমুখে সুবিধা করে উঠতে পারে উঠছিল না তারা, তবে রক্ষণে তারা ছিল অটুট। এরই মাঝে প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টিনা মরণকামড় দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। গোলমুখে দারুণ এক শট নিয়েও আবারও সেই ফেসিয়ানের বাধায় পর্যুদস্ত হন আলভারেজ। প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্য অবস্থায়।