ইংল্যান্ডের বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত
দুটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ওই সফরের চূড়ান্ত সূচি আজ প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী এক মাসের সফরে নির্ধারিত টেস্ট ও ওয়ানডে ছাড়াও একটি একদিনের ও দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা।
আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে ইংল্যান্ডের ওয়ানডে দল। ৩ দিনের বিশ্রাম শেষে ৪ অক্টোবর ফতুল্লায় তাঁরা অংশ নেবে একটি একদিনের প্রস্তুতি ম্যাচে। এরপর ৭ ও ৯ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে দু’ দেশের মধ্যকার একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম দুটি ম্যাচ। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হবে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক। সবক’টি ম্যাচই হবে দিবারাত্রির।
এরপর টেস্ট সিরিজের অংশ হিসেবে ১৪-১৫ ও ১৬-১৭ অক্টোবর চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামে দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। ২০ অক্টোবর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ অক্টোবর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকার মিরপুরে।
প্রস্তুতি ম্যাচগুলোর প্রতিপক্ষ কারা হবে সে ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায় নি।
একনজরে ইংল্যান্ডের বাংলাদেশ সফর, ২০১৬ঃ
- ৩০ সেপ্টেম্বরঃ ঢাকায় অবতরণ
- ৪ অক্টোবরঃ একদিনের প্রস্তুতি ম্যাচ, ফতুল্লা
- ৭ অক্টোবরঃ প্রথম একদিনের আন্তর্জাতিক, মিরপুর
- ৯ অক্টোবরঃ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক, মিরপুর
- ১২ অক্টোবরঃ তৃতীয় একদিনের আন্তর্জাতিক, (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) চট্টগ্রাম
- ১৪-১৫ অক্টোবরঃ দুই দিনের প্রস্তুতি ম্যাচ, (এম এ আজিজ স্টেডিয়াম) চট্টগ্রাম
- ১৬-১৭ অক্টোবরঃ দুই দিনের প্রস্তুতি ম্যাচ, (এম এ আজিজ স্টেডিয়াম) চট্টগ্রাম
- ২০-২৪ অক্টোবরঃ প্রথম টেস্ট, (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) চট্টগ্রাম
- ২৮ অক্টোবর-১ নভেম্বরঃ দ্বিতীয় টেস্ট, মিরপুর