মুরালির বিরুদ্ধে অভিযোগ শ্রীলংকা বোর্ডের
দুই মাসের লম্বা সফরে অস্ট্রেলিয়া দল এখন শ্রীলংকায়। ৩ টেস্টের সিরিজের প্রথমটি শুরুর প্রাক্কালেই এমন ঘটনা। শ্রীলংকার বোর্ড প্রেসিডেন্ট থিলাঙ্গা সামান্থিপালার ভাষ্যমতে, শনিবার পাল্লেকেলে স্টেডিয়ামে নির্ধারিত সময়ের বেশী অনুশীলন করা নিয়ে মুরালিধরনের সাথে বিতণ্ডা বাঁধে মাঠকর্মীদের। এসময় মুরালি তাঁদের সাথে খারাপ ব্যবহার করে জোরপূর্বক অনুশীলন চালিয়ে যান বলে অভিযোগ তাঁর। এরপর এ নিয়ে শ্রীলংকা দলের ম্যানেজারের সাথেও উত্তপ্ত বাক্য বিনিময় হয় মুরালির।
এমন ঘটনায় মর্মাহত মি. সামান্থিপালা, "একেবারেই অগ্রহণযোগ্য আচরণ। বিষয়টি অস্ট্রেলিয়া দলের নজরে আনা হয়েছে। এটা আমরা আশা করি নি।"
টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশী (৮০০) উইকেটের মালিক মুরালিধরনকে শ্রীলংকায় কিংবদন্তীর চোখেই দেখা হয়। তবে অস্ট্রেলিয়ার দলের পরামর্শক হিসেবে কাজ করাটা, তাও আবার নিজ দেশের বিপক্ষে- বিষয়টা মোটেও ভালোভাবে দেখা হচ্ছে না দেশটিতে।
অস্ট্রেলিয়ার সাথে পুর্ব তিক্ততার বিষয়টি বিবেচনায় তিনি কিভাবে সে দেশের হয়ে কাজ করছেন তা বোধগম্য নয় শ্রীলংকার বোর্ড প্রেসিডেন্টের, "পেশাদারভাবে চিন্তা করলে সে যে কোনো বিদেশী দলকেই প্রশিক্ষণ দেবার অধিকার রাখে। কিন্তু দুঃখজনক হচ্ছে সে এমন একটা দলের হয়ে কাজ করছে যারা তাঁকে ক্রিকেট থেকেই নির্বাসিত করে দেয়ার চেষ্টা চালিয়েছিল।"