অ্যাটলেটিকোতে গেলেন গামেইরো
৩০/০৭/২০১৬
যা কিছু রটছে
গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন থেকে। এবার এসে গেল আনুষ্ঠানিক ঘোষণা। সেভিয়া থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন কেভিন গামেইরো। সেজন্য অ্যাটলেটিকোকে খরচ করতে হচ্ছে ৩ কোটি ২০ লাখ ইউরো। আর অ্যাটলেটিকো থেকে সেভিয়ায় ধারে খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়েনো ভিয়েত্তো।
সেভিয়ায় দারুণ একটা মৌসুম কাটিয়েছিলেন গামেইরো। গত মৌসুমে লা লিগায় ১৫টি গোল করেছেন, চারটি করিয়েছেন। সেভিয়াকে ইউরোপা লিগ জেতাতেও রেখেছেন বড় অবদান। ফ্রান্সের ইউরো দলে তাঁকে বাদ দেওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। বার্সাও গামেইরোকে পেতে আগ্রহী বলে শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত দাও মেরেছে সেভিয়াই।
যা কিছু রটছে
লুকাকু চেলসিতে
আবার ঘরের ছেলে ঘরেই ফিরে যাচ্ছেন? রোমেলু লুকাকুকে এভারটন থেকে আবার ফিরিয়ে আনতে চায় চেলসি। কিন্তু লুকাকুর দাম নিয়ে এখনো সমঝোতা হয়নি। এভারটন তাঁর জন্য সাড়ে সাত কোটি পাউন্ড চাইছে, কিন্তু চেলসি থেকে সাড়ে পাঁচ কোটি পাউন্ডের বেশি দিতে চায় না। লুকাকুও চেলসিতে চান বলেই জানা যাচ্ছে।